Header Ads

গান্ধীর ১৫০তম জন্মতিথিতে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি

অমল গুপ্ত, গুয়াহাটি : সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নের মুখে, অহিষ্ণুতার বাতাবরণ, হিংসাযুক্ত পরিবেশ, এই প্রেক্ষাপটে শান্তি সম্প্রীতির দূত জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনাদর্শের প্রাসঙ্গিকতা আছে। সেদিকেই লক্ষ্য রেখে অসম বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গােস্বামী আজ শীতকালীন অধিবেশনের শেষ দিন ৬ ডিসেম্বর বিধানসভায় জাতির পিতা ১৫০তম জন্মতিথি উপলক্ষ্যে দিনভাের আলােচনা করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটি উৎসর্গ করেন। যা অধ্যক্ষের ‘স্পিকার ইনেসিয়েটিভ’ শীর্ষক কর্মসূচির অধীনে। বিধানসভার সূচনাতেই অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গােস্বামী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল, বিরােধী দলপতি দেবব্রত শইকিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ কংগ্রেস, বিজেপি, অগপ, এআইইউডিএফ এবং বিপিএফের সদস্যরা বিধানসভার প্রবেশমুখে রাখা মহাত্মা গান্ধীর প্রতিকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, তারপর বিধানসভার কর্মসূচি আরম্ভ করা হয়। প্রথমেইঅধ্যক্ষ হিতেন্দ্রনাথ গােস্বামী মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মতিথি এবং সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু তিথিতে শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই মহান দিবসে আমাদের দুই নেতার মূল্যবােধ, স্বদেশ প্রেম গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধাশীল করে তুলেছে। মহাত্মা গান্ধীর অহিংসা সাম্প্রদায়িক বিরােধীস্থিতি আজও প্রাসঙ্গিক, আমাদের চালিকাশক্তি। তার স্মৃতিতে বিধানসভায় এক মিনিট মৌনব্রত অবলম্বন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.