Header Ads

নাগরিকত্ব বিল সোনার অক্ষরে জিন্নার সমাধিতে লেখা থাকবে, মোদীকে কটাক্ষ ডেরেকের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

নরেন্দ্র মোদী নাগরিকত্ব বিল প্রসঙ্গে বলেছেন, আজকের দিনটি সোনার অক্ষরে লেখা থাকবে। মোদীর সেই কথার পরিপ্রেক্ষিতে কটাক্ষ করেলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি বলেন, মোদী বলেছেন দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি জানিয়ে দিচ্ছি কোথায় লেখা থাকবে। স্বর্ণাক্ষরে লেখা থাকবে পাকিস্তানে জিন্নাহর সমাধিতে। 

ডেরেক ও'ব্রায়ানের কথায়, মোদী যখন বলছেন চিন্তার কোনও কিছু নেই, তখন চিন্তার কারণ আছে বৈকি। কেননা যতবার তিনি একথা বলেছেন, ততবার দেশ বিপাকে পড়েছে। দেশের মানুষের কাছে অন্ধকার দিন অবতীর্ণ হয়েছে। আচ্ছে দিনের আশ্বাস মানেই দুর্গতির সুত্রপাত।
ডেরেক ও'ব্রায়ান বলেন, বিজেপি দলটির ভিত্তি হল তিন ‘জে'। এই তিন ‘জে' হল ঝুট (মিথ্যা), ঝাঁস (প্রতারণা) এবং জুমলা (দুর্নীতি)। গত ৫ বছরের দিকে তাকালেই সেই উপলব্ধি হবে। সাধারণ মানুষের হাত থেকে টাকা কেড়ে নিয়েছে, ২কোটি মানুষ তাদের চাকরি হারিয়েছে, ৪৫০ জঙ্গি হামলা হয়েছে, অর্থনীতি ধসে গিয়েছে। এবার মানুষকে দেশ থেকে তাড়াতে চাইছে এই পার্টি।
তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়ান বলেছিলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মোদী বলছেন চিন্তার কিছু নেই। এখানেই লুকিয়ে রয়েছে মিথ্যা। নোটবন্দির পর ৫০ দিন সময় চেয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর কী হয়েছিল সবাই জানেন। মানুষের হাতের টাকা কেড়ে নেওয়া হয়েছিল। টাকার জন্য হাহাকার করেছিলেন মানুষজন। ভাবুন, জিএসটি থেকে ৩৭০ ধারা বিলোপ, আর অর্থনীতি তারপর জিএসটি চালুর পর চাকরি হারিয়েছিলেন দু-কোটি মানুষ। মানুষের অন্ন কেড়ে নিয়েছিল এই সরকার।
এই মোদী-শাহরা বলেছিলেন ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর জঙ্গি হামলা বন্ধ হয়ে যাবে। কিন্তু জঙ্গি হামলার ঘটনা ঘটেই চলেছে। মোদী জমানায় সাড়ে চারশো জঙ্গি হামলা হয়েছে। আর ক্ষমতায় এসে বলেছিলেন ৫ মিলিয়ন ডলার অর্থনীতি উপহার দেবেন তিনি। এখন দেখুন অর্থনীতির কী হাল করে ছেড়েছেন মোদী। আজ দেশের অর্থনীতি নিয়ে সবথেকে বেশি চিন্তার দরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.