Header Ads

শিলচরে উত্তীয় সাহিত্য পত্রিকা প্রকাশ পেলো



বরাকের সাহিত্য সাংস্কৃতিক  পীঠস্থান শিলচর শহর থেকে নানা প্রতিকুলতার মধ্যেও উত্তীয় সাহিত্য পত্রিকা প্রকাশ পাচ্ছে।  শনিবার শিলচর অম্বিকাপট্টির রাজীব ওপেন ইনস্টিটিউটে পত্রিকাটি র অষ্টম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন শহরের বিশিষ্ট বুদ্ধিজীবীরা। তাঁরা অসমের বাঙালি ও বাংলা ভাষার সংকটের কথা তুলে ধরেন। বাংলা ভাষার প্রতি  বাংলা ভাষা মানুষের আগ্রহ কমে যাচ্ছে, একটি বাংলা পত্রিকা প্রকাশ করা যে কি কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। পত্রিকাটির স্থপতি সমাজকর্মী সজল বিশ্বাস চলে যাবার পর স্নিগ্ধা চট্টোপাধ্যায় বহু কষ্ট করেও উত্তীয় কে স্বমহিমায় বাঁচিয়ে রেখেছেন,  পাশে থেকেছেন তার বোন শবরী চৌধুরী। গত কালের অনুষ্ঠানে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, মিথিলেশ ভট্টাচার্য, ঝুমুর পান্ডে, মনমোহন মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদিকা স্নিগ্ধা চট্টোপাধ্যায় অতিথি অভ্যাগতদের স্বাগত জানান। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মিথিলেশ ভট্টাচার্য। সঙ্গীত পরিবেশন করেন অসীমানন্দ বিশ্বাস। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান মনোমোহন মিশ্র। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তমাল চক্রবর্তী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.