Header Ads

‘কা’ বিরোধী আন্দোলন অব্যাহত এর মধ্যে ‘খেল ইণ্ডিয়া গেম’, ‘কা’ নিয়ে আলোচনা একদিন বিধানসভা, প্রধানমন্ত্রী আসতে পারেন।



অমল গুপ্ত, গুয়াহাটীঃ অসমকে দেশের ক্রীড়া রাজধানী হিসাবে গড়ে তোলার জন্যে বিজেপি  সরকার জাতীয় পর্য্যায়ের খেলাগুলি গুয়াহাটি কে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১০ জানুয়ারি থেকে ‘খেলো ইন্ডিয়া ইউথ গেমস’ শুরু  হবে। দেশের ২৮ টি রাজ্য অংশগ্রহণ করবে , এই খেলার জন্যে ১০৪ কোটি টাকার বাজেট প্রস্তুত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  আগামী ১০ জানুয়ারি এই গেম উদ্বোধন করার কথা আছে। তিনি আসবেন কি না এখনো চূড়ান্ত হয় নি। রাজ্যে আসুর নেতৃত্বে ৩০ টি সংগঠন ‘কা’ বিরোধী আন্দোলন চলছে। এদিকে আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এক বিশাল শান্তি মিছিল বেড়িয়েছিল সোয়ালকুচীতে, সেখানে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের কাছে কাতর আহ্বান জানিয়ে বলেন আমি আপোনাদেরই মানুষ। এমন কোনো কাজ করব না রাজ্যের স্বার্থবিরোধী। তিনি এই আন্দোলনের পেছনে কংগ্রেস বামপন্থীদের হাত আছে বলে অভিযোগ করেন। 
অসমের পরিস্থিতি অগ্নিগর্ভ, এই পরি স্থিতি নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করার জন্যে বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ  গোস্বামী আগামী ১৩ জানুয়ারি একদিনের জন্যে বিশেষ অধিবেশন ডেকেছেন বলে এক সূত্রে জানা গেল। তবে প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা জানান , আজও  তারিখ চূড়ান্ত হয় নি। তবে বিধানসভা বসবে। এদিকে এই পরিস্থিতির মধ্যে আসু পরবর্তী আন্দোলনের দিন ধার্য করেছে। এবার রাতেও আন্দোলন হবে।আজ আসু র উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য  জানান, ৩১ ডিসেম্বর সবর্ত্র ‘কা’ র প্রতিলিপি জ্বালানো হবে,১ জানুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হবে, ১১ জানুয়ারি সর্বত্র আঞ্চলিক সমদল বেড়োবে, ১৭ জানুয়ারি দৰং এ শিল্পী দিবস পালন প্রভৃতি  আন্দোলনের কথা জানান। ১১ ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলনের ফলে রাজ্যের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে, শুধু পর্যটন ক্ষেত্রে ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সরকার জানিয়েছে। কাজিরঙা , মানস ফাঁকা পয্যটকরা ভয়ে অসম  ছেড়েছে। জাপান, ইণ্ডোনেসিয়া, আমেরিকা, ব্রিটেন এই সময় অসমে না যাবার জন্য পর্যটকদের জানিয়েছে বলে সরকারী সুত্রে জানা গেছে। শীত মরশুমে পিকনিকো বন্ধ, পিকনিক পার্টি কে আন্দোলন কারীরা আক্রমণ করছে বলে পুলিস সুত্রে জানা গেছে।  ব্যা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.