প্রফুল্ল কুমার মহন্ত জন্ম দিনে ‘কা’ বিরোধী অবস্থান ধর্মঘটে সামিল
অমল গুপ্ত
গুয়াহাটিঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত আজ তার জন্ম
দিনে গুয়াহাটি গান্ধী মণ্ডপে ‘কা’ এবং সরকারের দমন পীড়নের বিরুদ্ধে অবস্থান
ধর্মঘট পালন করেন। তার প্রতিবাদে আজ জন্মদিন উদযাপন করেন নি। গতকালই কেন্দ্রীয়
সরকার তার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছে। আলফা র বিরুদ্ধে কড়া
পদক্ষেপ গ্রহণ করায়, তার নিরাপত্তায় এস পি জি মোতায়েন করা হয়েছিল।
এবার থেকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশের অধীন নিরাপত্তা বলয়ের মধ্যে প্রাক্তন
মুখ্যমন্ত্রী মহন্ত থাকবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈও এই নিরাপত্তায় আছেন।
আজ মহন্ত তার এস পি জি তুলে দেওয়ার পেছনে তার অগপ দলের হাত আছে বলে সন্দেহ করেন। প্রাক্তন
মন্ত্রী বৃন্দাবন গোস্বামী,
পবিন্দ্র ডেকা, গিরিন্দ্র বড়ুয়া, গুনীন হাজারিকা,
পিঙ্কু ভট্টচায্য, দীপক সরকার প্রমুখ অগপ র পুরানো নেতারা অনশনে সামিল হয়েছিলেন।
মহন্ত বলেন, অগপ র এক সাংসদ ও তিন মন্ত্রীর জন্যে অগপ র বদনাম
হয়েছে। তিনি জানান অগপ প্রথম থেকে ক্যাব এর বিরোধিতা করে আসছে। অগপ বিধায়ক পবিন্দ্র
ডেকা বলেন, দলের প্রস্তাব
মেনে অগপ মন্ত্রী রা ‘কা’ র বিরোধিতা করছে না। তাদের দল থেকে বহিস্কার করা হবে। তিনি
বলেন এখনও। সময় আছে ফিরে আসার।









কোন মন্তব্য নেই