ভারতীয় ক্ৰিকেট জগতে ১৫ বছর পূৰ্ণ করলেন ক্ৰিকেটার মহেন্দ্ৰ সিং ধোনি
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্ৰিকেট জগতে ১৫ বছর পূৰ্ণ করলেন ভারতীয় ক্ৰিকেটার মহেন্দ্ৰ সিং ধোনি। ২০০৪ সালে তখন সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্ৰিকেট দলের অধিনায়ক ছিলেন, আন্তৰ্জাতিক ক্ৰিকেটে অভিষেক হয় এমএস ধোনীর। চট্টগ্ৰামে বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের জাৰ্সিতে অভিষেক হয়েছিল ধোনীর। তবে অভিষেক খুব একটা ভালো হয়নি তাঁর। শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেছিলেন ধোনী। এরপর মাহিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য এসেছে মাহির ঝুলিতে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
ধোনির নেতৃত্বেই আইসিসি-র ৩টি গুরুত্বপূৰ্ণ ম্যাচের ট্ৰফি ভারতীয় দলের কাছে আসে। ২০০৭ সালে ধোনির নেতৃত্বে পাকিস্তানকে হারিয়ে টি- টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১১ সালে ধোনির নেতৃত্বে শ্ৰীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে জয় হয় ভারতের। এরপর ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্ৰফি জেতে ভারতীয় দল। ২০১৪ সালে টেস্ট থেকে হঠাৎই অবসর নেন ধোনি। চলতি বছরে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর আর মাঠে নামেননি ধোনি। তবে ক্ৰিকেটের ময়দানে ধোনিকে দেখতে আজও অপেক্ষায় রয়েছেন তাঁর অগণন ভক্ত।
ভারতীয় ক্ৰিকেট জগতে ধোনির ১৫ বছর পূৰ্ণ করার খবরটি টুইটার তথা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্ৰিয়তা অৰ্জন করেছে। শুভেচ্ছা বাৰ্তায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট।









কোন মন্তব্য নেই