Header Ads

ডিমা হাসাও জেলায় নেশা জাতীয় ওষুধ সমেত ধৃত ৫

   বিপ্লব দেব, হাফলংঃ রাজ্যে সমান্তরাল ভাবে ড্রাগসের ব্যবসা অব্যাহত থাকার সময়।এবার ডিমা হাসাও জেলায় নেশা জাতীয় ওষুধ সহ এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করে মাহুর পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত ৮ টা নাগাদ মাহুর পুলিশ এক অভিযান চালিয়ে মাহুর রেল স্টেশনের কাছে এএস০৮ ৮২৯৩ নম্বরের স্কুটি থেকে ৪৪ স্ট্রিপ ও এএস১১সি ৬৬১০ নম্বরের স্করপিও গাড়ি থেকে ১২২ স্ট্রিপ নেশা জাতীয় ওষুধ জব্দ করার পাশাপাশি এক মহিলা সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় মাহুর পুলিশ। 

ডিমা হাসাও জেলার পুলিশ সুপার শ্রীজিৎ টি জানান নেশা জাতীয় ওষুধ সহ গ্রেফতার হওয়া ড্রাগস কারবারীরা হল দিলোয়ার খান ডি সেইবই কুকি লুংসাঙ্গ চাংসন লিয়েনখাওকই চাংসন। এদের সবার বাড়ি হাফলং শহরের পার্শ্ববর্তী কাউন্সিল কলোনী খংসাই গ্রামে। এদিকে ধৃতদের মাহুর পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে নেশা জাতীয় ওষুধ ড্রাগস সরবরাহকারী মূল পান্ডা তংখাওহাও চংলই কে মাহুর থানার সংবাং গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন পুলিশসুপার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.