Header Ads

ডিমা হাসাও জেলা বিজেপির নতুন সভাপতি দনপাইনন থাওসেন

বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি হিসেবে নিযুক্ত হলেন দনপাইনন থাওসেন। তিনি জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার হাফলং অটল বিহারী বাজপেয়ী ভবনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা ও বিজেপি জেলা সভাপতি নির্বাচনের জন্য নিযুক্ত পর্যবেক্ষক তথা বিজেপি যুব মোর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সৈকত দত্ত চৌধুরী রিটার্নিং অফিসার তথা গোলাঘাট জেলা বিজেপির সভাপতি দেব প্রতিম বরা ও সহকারী রিটার্নিং অফিসার ইবিচিয়িং নিউমে এবং বিজেপির ব্লক ও মন্ডল স্তরের কর্মীদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়াই সর্বসম্মতি ক্রমে দনপাইনন থাওসেনের নাম জেলা সভাপতি হিসেবে ঘোষণা করেন দেব প্রতিম বরা।


 মঙ্গলবার জেলা সভাপতির দায়িত্ব সমঝে নিয়ে দনপাইনন থাওসেন সাংবাদিকদের বলেন বিজেপির প্রাক্তন সভাপতি নিপোলাল হোজাই বিধায়ক বীরভদ্র হাগজার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবলাল গার্লোসার পরামর্শ নিয়ে দলের ভালোর জন্য তিনি কাজ করে যাবেন এমনকি দলের সকল নেতা কর্মী ও তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে দলকে আরো চাঙ্গা করে তুলতে তিনি সব সময় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করার পাশাপাশি দলের নেতা কর্মীদের মধ্যে যদি কোন ধরনের ভূল বোঝাবোঝি বা মতানৈক্যের সৃষ্টি হয় সে ক্ষেত্রে দলীয় স্তরে আলোচনা করেই সমস্যার সমাধান করার জন্য সকলের প্রতি আহ্বান তাছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মী সদস্যদের এখন থেকেই কাজ শুরু করে দেওয়ার আহ্বান জানান নব নিযুক্ত সভাপতি দনপাইনন থাওসেন। বিজেপি যুব মূর্চার রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সৈকত দত্ত চৌধুরীকে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে যে বিনা লবি বাজি ছাড়াই ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি নিযুক্তি হওয়ার কারণ কি থাকতে পারে এই প্রশ্নের উত্তরে সৈকতবাবু বিজেপি দলের অনুশাসন ও শৃঙ্খলা রয়েছে তিনি বলেন মত অনেক কিন্তু নির্নয় এক তাই দলীয় স্তরে লবি বাজির প্রশ্নই উঠেনা। তিনি বলেন গত লোকসভা নির্বাচনে হাফলং লোকসভা কেন্দ্রে বিজেপি ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। এমনকি পার্বত্য পরিষদে বিজেপি ক্ষমতায় আসার পর উন্নয়নের কাজ শুরু হয়েছে ডিমা হাসাও জেলায় রাস্তাঘাটের কাজ ও শুরু হয়েছে। এদিন মহাসড়ক নিয়ে প্রশ্ন করা হলে সৈকত দত্ত চৌধুরী বলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সময় মহাসড়কের শিলান্যাস করা হয়েছিল তাই এই প্রকল্পের কাজ সম্পূর্ণ বিজেপি সরকার প্রতিশ্রুতি বদ্ধ।  শীঘ্রই শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন সৈকতবাবু। এদিন সাংবাদিকদের বিজেপি যুব মূর্চার সাধারণ সম্পাদক বলেন আগামী বিধানসভ নির্বাচনে রাজ্যে ১০০ টি আসন জয়ের লক্ষ্য মাত্রা বিজেপির বলে উল্লেখ করেন সৈকত দত্ত চৌধুরী। এদিকে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দলকে সমস্যায় ফেলতে পারে এই প্রশ্নের উত্তরে সৈকত দত্ত চৌধুরী বলেন এনআরসি বা ক্যাব আগামী বিধানসভা নির্বাচনে কোনও সমস্যার সৃষ্টি করবে না বিজেপি দলের জন্য বরং বিজেপি দল আগামী বিধানসভা নির্বাচনে আরো ভালো ফলাফল করতে সক্ষম হবে বলে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন বিজেপি যুব মূর্চার সাধারণ সম্পাদক সৈকত দত্ত চৌধুরী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.