Header Ads

প্রিয়ঙ্কা গান্ধীর নিরাপত্তায় গলদ , সাসপেন্ড তিন নিরাপত্তা কর্মী।

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 3 ডিসেম্বর

গান্ধী পরিবারের সদস্যদের ওপর থেকে এসপিজি নিরাপত্তা সরিয়ে নেওয়ায় বিস্তর সমালোচনা হয়েছিল । এসপিজি নিরাপত্তা তোলায়  কংগ্রেস রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল । তারপর,  সোমবার  কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর বাড়িতে পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনায় হইচই পড়ে যায় ।

সংসদে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধীর বাড়িতে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে । ইতিমধ্যেই ঘটনার জেরে তিন নিরাপত্তাকর্মীদের সাসপেন্ড করা হয়েছে ।



পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মধ্যে একজন মহিলা ছিল । তারা সোজা গেট দিয়ে ঢুকে বাড়ির বাগানে চলে যায় এবং আবদার করে তারা প্রিয়ঙ্কার সঙ্গে ছবি তুলবে । এই ঘটনার পর কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায় । তারপরই মঙ্গলবার অমিত শাহ তদন্তের কথা জানান ।




এসপিজি নিরাপত্তা উঠিয়ে নেওয়ার পর এখন গান্ধী পরিবারের সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বর্তমানে সিআরপিএফ -এর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.