Header Ads

কেন্সার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬৯০০ জনের




অমল গুপ্ত, গুয়াহাটি

এদিকে বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, ১৯১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মােট ৩৬৯০০ মানুষ কেন্সার রােগে আক্রান্ত হয়ে মারা যান। ২০১৫ সালে আনুমানিক ১২ হাজার, ২০১৬ সালে আনুমানিক ১২৯০০ জন, ২০১৭ সালে ১২ হাজার জন তামাক জাতীয় খাদ্য সেবন করে কেন্সার রােগে আক্রান্ত হয়েছে বলে ডাক্তার বি. বরুয়া কেন্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী জানা গেছে। তিনি জানান রাজ্যের তামাক জাতীয় দ্রব্য উৎপাদনের কোনাে কারখানা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.