Header Ads

অসমের নগাঁওয়ে উদ্ধার খাঁচাবন্দী ১৬টি পরিযায়ী পাখি

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ অসমের নগাঁও জেলার জুরিয়ার কাছে একটি চাষের মাঠে মাইকে কৃত্রিম পাখির আওয়াজ বাজিয়ে একাংশ দুষ্কৃতী পরিযায়ী পাখিদের খাঁচা বন্দী করছে। গোপন সূত্রে খবর পেয়ে লাওখোয়া অভয়ারণ‍্যের বনকর্মীদের একটি দলকে পাঠানো হয়েছিল সেখানে। মঙ্গলবার ভোরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১৬ টি দুষ্প্রাপ‍্য লাল মাথার নীল রঙের খাঁচাবন্দী পাখি উদ্ধার করেছেন বনকর্মীরা। 

সেইসঙ্গে সেখানে পাওয়া গেছে লাউডস্পীকার। ইংরেজিতে পাখিগুলিকে বলা হয় 'পার্পল মুর হেন'। চোরাশিকারীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা গেছে পাখিগুলোর মাংস বিক্রির জন‍্য নগাঁও টাউন সহ অন‍্যান‍্য জায়গায় নেওয়ার পরিকল্পনা ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.