Header Ads

পুলিশি এনকাউন্টারে হত হায়দরাবাদের চার ধর্ষক

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ এবং তারপর পুড়িয়ে মারার নারকীয় ঘটনায় চার ধর্ষককে এনকাউন্টারে মারল পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে তিনটে চারটে নাগাদ তদন্ত চলাকালীন পুলিশি হেফাজত থেকে চার অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাদের গুলি করে মারা হয়। 

 ছবি, সৌঃ আন্তর্জাল
গত সপ্তাহে বুধবার রাত ৯ টি ২০ নাগাদ হায়দরাবাদে জাতীয় সড়ক ৪৪এর ওপর পেশায় পশুচিকিৎসক ওই তরুণীর স্কুটির চাকা পাংচার করে দিয়েছিল অভিযুক্তরা। তারপর তাঁকে গণধর্ষণ কর ওর স্কুটির পেট্রল দিয়েই নির্যাতিতাকে পুড়িয়ে মেরেছে তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছিল অভিযুক্তরা।
ঘটনার দুদিন পরেই পুলিশ তদন্তে নেমে চার অভিযুক্ত ক্রমে মহম্মদ আরিফ, জল্লুশিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামের  গ্রফতার করে। ধৃতদের গত শনিবার ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল।  ফার্স্ট ট্র‍্যাক কোর্টে তাদের বিচার হওয়ার কথা ছিল। এসবের মধ‍্যেই শুক্রবার ভোরে এনকাউন্টারের খবর পাওয়া গেল। এই ঘটনায় শান্তি পেয়েছেন নির্যাতিতা ও নিহত তরুণীর বাবা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.