ডিমা হাসাও জেলার সেমখর ও গুইলুং গ্রামে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের কম্বল বিতরণ
বিপ্লব দেব, হাফলংঃ সমাজ সেবা মূলক কাজে সব সময় এগিয়ে রয়েছে রাম কৃষ্ণ মিশন সেবাশ্রম। স্বাস্থ্য শিবির থেকে শুরু করে দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের সাহায্যে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসে রাম কৃষ্ণ মিশন। বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজে জড়িয়ে থাকে রাম কৃষ্ণ মিশন ও মঠ। আর রামকৃষ্ণ মিশন বা মঠের মূল আদর্শই হচ্ছে মানুষের মধ্যে সেবামূলক কাজ করে যাওয়া।
অসমের অন্যতম পাহাড়ি জেলার প্রত্যন্ত এলাকা গুলিতে রামকৃষ্ণ মিশন সেবামূলক কাজে জড়িয়ে রয়েছে। এভাবেই গত ৩ ডিসেম্বর ডিমা হাসাও জেলার সেমখর ও গুইলুং গ্রামে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে এবং হাফলং রামকৃষ্ণ সেবা সমিতির সহযোগিতায় গ্রামবাসীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গত মঙ্গলবার ডিমা হাসাও জেলার সেমখর ও গুইলুং গ্রামে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সচিব গনধীশানন্দজী মহারাজ ও নীহাল মহারাজের উপস্থিতিতে সেমখর ও গুইলুং গ্রামের ৫০০ জন গ্রামবাসীকে কম্বল প্রদান করা হয়। এদিন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এই সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের চেয়ারপার্সন রানু লাংথাসা ও বন বিভাগের পশ্চিম সংমন্ডলের ডিএফও তুনু লাংথাসা। এদিন দরিদ্র সীমার নীচে বসবাসকারী গ্রামবাসীদের হাতে কম্বল তুলে দিয়ে গনধীশানন্দজী মহারাজ বলেন আগামী দিনে ও অনুরূপ ভাবে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ডিমা হাসাও জেলার বিভিন্ন গ্রামে দরিদ্র সীমার নীচে বসবাসরত গ্রামবাসীদের মধ্যে ত্রান সামগ্রী বন্টন করার জন্য শিবিরের আয়োজন করবে।
কোন মন্তব্য নেই