সংসদের ক্যান্টিনে আর পাওয়া যাবেনা শস্তা আহার--বন্ধ হল ভর্তুকির রাজকীয় খানা !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
দ্রব্য মূল্য বৃদ্ধির মারে কেন্দ্র সরকার সংসদে সাংসদ, আগন্তুক আর সাংবাদিকদের জন্য তৈরি ক্যান্টিন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। এবার থেকে কোন সাংসদ পার্লামেন্টের ক্যান্টিনে সাবসিডি পাবেন না। এ ব্যাপারে সরকার এবং বিরোধী একসাথে সিদ্ধান্ত নিয়েছে।
দু’পক্ষের সহমতিতে স্থির হয়েছে যে, এবার থেকে সংসদের ক্যান্টিনে আর ভর্তুকি দেওয়া হবেনা। সরকার সংসদের ক্যান্টিনে ভর্তুকি হিসেবে ১৭ কোটি টাকা খরচ করে।
সুত্র অনুযায়ী, সমস্ত দলই একসাথে সিদ্ধান্ত নিয়েছে যে, সংসদ ভবনে ক্যান্টিনের খাবারের ওপর ভর্তুকি বন্ধ করতে হবে। এই সিদ্ধান্তের পর এবার ক্যান্টিনে খাবারের দাম নতুন করে ঠিক করা হবে। গত লোকসভায় ক্যান্টিনে খাবারের দাম বাড়িয়ে সাবসিডি বিল কম করা হয়েছিল। কিন্তু এবার সরকার সম্পূর্ণ ভাবে ক্যান্টিনের খাবার থেকে সাবসিডি তুলে নিলো।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত সংসদের ক্যান্টিনে মোট ৭৩,৮৫,৬২,৪৭৪ টাকার ভর্তুকি দেওয়া হয়েছিল। যদি বিগত পাঁচ বছরের হিসেব দেখা হয়, তাহলে ২০১২-১৩ সালে সাংসদদের শস্তা খাবারের উপর ১২,৫২,০১,৮৬৭ টাকা, ২০১৩-১৪ সালে ১৪,০৯,৬৯,০৮২ টাকা খাবারের ওপর সাবসিডি দেওয়া হয়েছে।
২০১৪-১৫ সালে ১৫,৮৫,৪৬,৬১২ টাকা, ২০১৫-১৬ সালে ১৫,৯৭,৯১,২৫৯ টাকা আর ২০১৬-১৭ সালে সাংসদদের সস্তা ভোজন দেওয়ার জন্য ১৫,৪০,৫৩,৩৬৫ টাকার সাবসিডি দেওয়া হয়েছে। কিন্তু এবার সব বন্ধ হতে চলেছে।
সুত্র অনুযায়ী, সমস্ত দলই একসাথে সিদ্ধান্ত নিয়েছে যে, সংসদ ভবনে ক্যান্টিনের খাবারের ওপর ভর্তুকি বন্ধ করতে হবে। এই সিদ্ধান্তের পর এবার ক্যান্টিনে খাবারের দাম নতুন করে ঠিক করা হবে। গত লোকসভায় ক্যান্টিনে খাবারের দাম বাড়িয়ে সাবসিডি বিল কম করা হয়েছিল। কিন্তু এবার সরকার সম্পূর্ণ ভাবে ক্যান্টিনের খাবার থেকে সাবসিডি তুলে নিলো।
২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত সংসদের ক্যান্টিনে মোট ৭৩,৮৫,৬২,৪৭৪ টাকার ভর্তুকি দেওয়া হয়েছিল। যদি বিগত পাঁচ বছরের হিসেব দেখা হয়, তাহলে ২০১২-১৩ সালে সাংসদদের শস্তা খাবারের উপর ১২,৫২,০১,৮৬৭ টাকা, ২০১৩-১৪ সালে ১৪,০৯,৬৯,০৮২ টাকা খাবারের ওপর সাবসিডি দেওয়া হয়েছে।
২০১৪-১৫ সালে ১৫,৮৫,৪৬,৬১২ টাকা, ২০১৫-১৬ সালে ১৫,৯৭,৯১,২৫৯ টাকা আর ২০১৬-১৭ সালে সাংসদদের সস্তা ভোজন দেওয়ার জন্য ১৫,৪০,৫৩,৩৬৫ টাকার সাবসিডি দেওয়া হয়েছে। কিন্তু এবার সব বন্ধ হতে চলেছে।
কোন মন্তব্য নেই