Header Ads

'অরুন্ধতী রায় রঙ্গা বিল্লার থেকে অনুপ্রেরণা পান', লেখিকাকে আক্রমণ উমা ভারতীর !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায় অপরাধীদের থেকে অনুপ্রেরণা নেন বলে অভিযোগ করলেন বিজেপি নেত্রী উমা ভারতী। 

প্রসঙ্গত, বুধবার জাতীয় জনসংখ্যা পঞ্জির বিরুদ্ধে কথা বলতে গিয়ে অরুন্ধতি রায় বলেন, 'যখনই কোনও আধিকারিক আপনার তথ্য সংগ্রহ করতে আসবেন, তাদেরকে আপনি ভুল তথ্য দিন। প্রয়োজনে ভুল নাম বলুন, যেমন, রঙ্গা বিল্লা বা কুঙফু কুত্তা। নিজের ঠিকানাও ভুল দিন।' এরপরেই উমা ভারতী এক টুইট করে অভিযোগ করেন যে, অরুন্ধতী রায় রাঙ্গা বিল্লার মতো অপরাধীদের থেকে অনুপ্রেরণা নেন।
অরুন্ধতী রায় বলেন, 'সরকারি কর্মচারীরা আপনার বাড়ি এসে আপনার যাবতীয় তথ্য সংগ্রহ করবে। আপনার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইবে। এরপর এনপিআর-এর এই তথ্যের ভিত্তিতেই এনআরসি করবে এই সরকার।'
উমা ভারতী টুইট করে লেখেন, 'এই রঙ্গা বিল্লা এক কুখ্যাত অপরাধী। সে স্কুলের ছাত্রীদের সঙ্গে নৃশংস সব কাজ করেছে। তারপর সে তাদের হত্যা করেছে। নিজের ভাইকেও খুন করে
সে।'
এরপর উমা ভারতী অন্য একটি টুইটে অরুন্ধতীকে আক্রমণ করে লেখেন, 'আমি লজ্জিত যে আমাকে এই মহিলার (অরুন্ধতী রায়) নাম নিতে হচ্ছে। এই মহিলার মস্তিষ্কে রাঙ্গা বিল্লা একজন অনুপ্রেরণাদায়ক শক্তি ! তার এই মতবাদ আদতে মহিলা বিরোধী, মানবতা বিরোধী। এটা আসলে বিকৃত মানসিকতার জের।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.