Header Ads

যোরহাটে আটক কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ । পরিস্থিতি থমথমে অসমে ।

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 13 ডিসেম্বর 
  
  
কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈকে যোরহাটের একটি বাড়ি থেকে  আটক করেছে পুলিশ । ক্যাব নিয়ে বিরোধীতার জেরেই অখিল গগৈকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।

  

গুয়াহাটিতে আসুর ডাকে চাঁদমারি এলাকায় অনশন পালন করা হয় । ডিব্রুগড়ে পাঁচ ঘন্টার জন্য কার্ফু শিথিল  করা হয়েছিল ।

  
 সেনা ফ্ল্যাগ মার্চ করেছে গুয়াহাটি, ডিব্রুগড় ও তেজপুরে। আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেছেন, তারা কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না, আন্দোলন চলবে ।

  
বৃহস্পতিবার পুলিশের গুলিতে দুইজন মারা যান। গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে । মুন্না প্রসাদ গুপ্তা তাঁর জায়গায় এসেছেন ।


শিলচর - ডিব্রুগড় ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন ধরানোর চেষ্টা করে উত্তেজিত জনতা । নাহারকাটিয়া স্টেশনে আগুন ধরানোর চেষ্টা হয় । সেনা রেলযাত্রীদের উদ্ধার করেছে । সময়মতো সেনা হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে |

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.