Header Ads

মুসলিমদের তাহলে কোনও দেশ নেই, নাগরিকত্ব বিল নিয়ে বললেন মেহবুবা মুফতি


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব সংশোধনী বিল বা ক‍্যাব নিয়ে ক্রমশ জটিল হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। নাগরিকত্ব সংশোধন বিলে বুধবার সকালে অনুমোদন দিলেন মোদী মন্ত্রীসভা। এই বিলে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান সহ প্রতিবেশী রাষ্ট্র থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। বিষটি নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর থেকে গৃহবন্দী রয়েছেন মুফতি। তিনি বলেন- ''ভারত - মুসলিমদের কোনও দেশ নেই!''

 ছবি, সৌঃ ইন্টারনেট
অন‍্যদিকে সিপিএম এই বিলের বিরোধিতা করেছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন- সংসদে যে সংশোধন বিল পেশ করতে চলেছে তাতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যা অসাংবিধানিক।
এদিকে ক‍্যাব-এর বিরুদ্ধে সরগরম হয়ে উঠেছে অসমের রাজনৈতিক পরিস্থিতি। আসু, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল সংগঠন সোচ্চার হয়ে উঠেছে। পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই এখন দেখার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.