Header Ads

সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে তীক্ষ্ণ নজর রাখছে পুলিশ


নয়া ঠাহর প্রতিবেদন।বিগত ৯ দিন ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পর শুক্রবার সকাল থেকে পুনরায় চালু করা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা ।ইন্টারনেট পরিষেবা চালু করার পর সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টের উপর তীক্ষ্ণ  নজর রাখতে শুরু করেছে অসম পুলিশ।সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করতে বা ফরওয়ার্ড করাতে সাবধান হবার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছে পুলিশ।   উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট  প্রচলন হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে  ।গণতান্ত্রিক প্রতিবাদী আন্দোলনের সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে গুয়াহাটি শহরে হিংসাত্মক কার্যকলাপের জড়িত ব্যক্তিকে অথবা কোন ব্যক্তি প্ররোচনামূলক বক্তব্য এবং হুমকির ভিডিও ক্লিপ, আলোকচিত্র তথ্যপাতি যদি কারো হাতে মজুদ থাকে তাহলে নীচে উল্লেখ করা মোবাইল নম্বরে জানাতে পারে বলে বলেছে পুলিশ।মোবাইল নাম্বারটি হলো ৯৬৭৮৮-৫৭৫৬৮

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.