Header Ads

ওভারলোড কালো হীরার তদন্তে পাঁচগ্রামের সংগঠন

সানি রায়, হাইলাকান্দি : অবৈধ কয়লা মাফিয়াদের মদত যোগাতে সদাসক্রিয় ভূমিকায় রয়েছে জিলা পুলিশ প্রশাসন সহ বিভাগীয় হর্তা-কর্তারা এমনই অভিযোগ করলেন ক্ষোদ পাঁচগ্রামের আমজনতা।
গতকাল সন্ধ্যে থেকেই এক অবৈধ ওভারলোড কয়লা তথা কালোহীরা তদন্তের জন্য সংগঠন কর্মীরা মাঠে নেমে একটি লরি এন.এল.০১এ.ডি ৬২৮৫ নং আটক করা হলেও পুলিশ প্রশাসনকে নিস্ক্রিয় ভূমিকা অবলম্বনে জিলা পুলিশ সুপার সহ দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি সহ শাসক দলের বিধায়কদের নীরবতা পালনেই স্পষ্টতা আগলে দিচ্ছে বরাক উপত্যকায় অবৈধ কয়লা সরবরাহের নেপথ্যে কাদের ঈশারা? আপাদমস্তক দূর্নীতি ও বিরাট কয়েকটি লবি এবং রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে পার হচ্ছে বরাকে অবৈধ কয়লা বোঝাই বহি:রাজ্যের লরিগুলো। খুব শীঘ্রি বরাকের কয়েকটি সংস্থা সংগঠন সিবিআই তদন্তের দাবীতে সরব হবেন বলে সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.