Header Ads

আলোচনায় বসুন, সমাধানের সূত্র বেরোবে , ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াবেন না .. আন্দোলনকারীদের প্রতি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল



নলবাড়ীর সমাবেশ


অমল গুপ্ত  গুয়াহাটিঃ অসমে সবর্ত্র নাগরিকত্ব সংশোধনী আইন এর বিরুদ্ধে  আন্দোলন চলছে, পরিস্থিতি আজও স্বাভাবিক  হয়নি। কয়েকদিন আগে পযন্ত বিজেপি বিধায়ক , নেতা মন্ত্রীদের  পথে ঘাটে আন্দোলনকারীদের হাতে হেনস্থা হতে হয়েছিল,   মুখ্যমন্ত্রী ও   প্রায় ঘর বন্দি ছিলেন, বেরোন নি। আজ নলবাড়িতে  গর্ডন হাই স্কুলের ময়দানে  নিরাপত্তা বেষ্টনীর  মাঝে   মুখ্যমন্ত্রী, অর্থ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী, মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম , রিহন  দৈমারী, সাংসদ দিলীপ সইকিয়া সহ এক বৃহৎ সংখ্যক দলীয় বিধায়ক  , সভাপতি রঞ্জিত দাস  প্রমুখ  বিজেপি  নেতা  কর্মীরা  এক সভা করে  রাজ্যে শান্তি  শৃঙ্খলা বজায়  রাখার আহ্বান জানান।    ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার   মধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল    অসমের   খিলাঞ্জিয়া ভূমি পুত্রের  জাতি মাটি ভেটি, কৃষ্টি ভাষা সংস্কৃতি,   অসমীয়া র অস্তিত্ব বিপন্ন  হবে না বলে অঙ্গীকার করে বলেন  আন্দোলনকারীরা সমাজকে ভুল বার্তা, ভুল তথ্য   দিয়ে বিভ্রান্ত করছে, বলা  হচ্ছে, এক কোটি দের কোটি  মানুষ এসে অসমের জমি   দখল করবে, তা সার্বিব ভাবে অসত্য তথ্য, কা  মতে নতুন করে একজনও অসমে আসবে না, দশকের  পর দশক যারা অসমে বসবাস করছে, তাদেরকে কেবল  নাগরিকত্ব দেওয়া হবে।  নাগরিকত্বের জন্যে  আবেদন করবে,  কত জন আবেদন করবে তাতেই স্পষ্ট হবে ,  তা প্রকাশ করবে সরকার।  আজ নলবাড়ী তে  আসুর এক বৃহৎ প্রতিবাদী মিছিল  বেড়িয়ে ছিল,  আসুর   নেতারা সবাই উপস্থিত   ছিলেন। এক ছোট্ট শহরে  দুই   বিশাল  সভা,   পুলিশ প্রশাসন সতর্ক ছিল,   এর মাঝেই  মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের     আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের  আর্জি জানান, তিনি বলেন, আলোচনার মাধ্যমে  সমাধান সূত্র বেড়োতে পারে। আজ  এই  পরিস্থিতির মাঝেই মুখ্যমন্ত্রী নিজ ভবনে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন  করেও আসু, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ সহ বিভিন্ন আন্দোলন কারীদের   আলোচনার  টেবিলে বসার আহবান জানান।   আসুর  দিকে ইঙ্গিত করে বলেন, যারা কচি কচি  ছাত্র ছাত্রীদের  ভুল বুঝিয়ে , ভুল তথ্য দিয়ে পথে নামিয়েছে তারা সমাজের শত্রু,    অশান্তি সৃষ্টি করে,  অসম কে ধ্বংস করতে চাই, তাদের  একটাই এজেন্ডা যেন  তেন ভাবে ক্ষমতা   দখল করা । আমি একজন  অসমীয়া, অসমীয়া হয়েই থাকতে চাই  বলে মন্তব্য করে  মুখ্যমন্ত্রী শুরুতে বলেন,  অসমীয়া রাজভাষা হিসাবে আছে, সর্বকালে রাজভাষা হিসাবে থাকবে, আমাকে শত্রু হিসাবে ভাববেন না, আমি  আপনারদের  প্রতিনিধি একথা  স্মরণ করিয়ে  দিয়ে  আবেগপ্রবণ   ভাবে  প্রশ্ন  ছুড়ে দিয়ে বলেন, কেন মুখ্যমন্ত্রী পদে বসেছি ? আপনারাই তো আমাকে    ভালোবেসে বসিয়েছেন,  আমি  অসমের স্বাভিমান , ভাষা সংস্কৃতি রক্ষা করবো , আমাকে দূরে সরিয়ে দেবেন না, শত্রু বলে ভাববেন না। বলেন  প্রধানমন্ত্রী  অসমকে সমধিক গুরুত্ব দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ   অসমের ভাষা  ,কৃষ্টি   সংরক্ষণ এর জন্যে  অসম চুক্তির 6  নম্বর রূপায়ণের লক্ষ্যে বিপ্লব শর্মার   নেতৃত্বে 14 সদস্য র এক  কমিটি  গঠন করে দিয়েছেন,  কমিটি তে আসুর  3 জন আছেন।  এই ধারা বাস্তবায়ন হলে খিলাঞ্জিয়া র জমির অধিকারসহ সব রাজনৈতিক অধিকার  সুরক্ষিত হবে। 6 জনগোষ্ঠীকে তপশীল ভুক্ত করার ব্যাপারে কেন্দ্র 1 মাসের মধ্যে  প্রতিবেদন পেশ করবে।  আন্দোলনকারীরা  ব্যাপক হারে সরকারি সম্পত্তি ধ্বংস করায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন,  ঘটনায় জড়িত দের  রেহাই দেওয়া হবে না।  এই ঘটনা   তদন্তে সিট  গঠন করা হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর  মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী, এবং আইনি  উপদেষ্টা  শান্তনু ভরালি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.