Header Ads

৯ দিন বন্ধ থাকার পর রাজ্যে খুলে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।


দেবযানী ,গুয়াহাটি।
 অবশেষে শুক্রবার সকাল ৯ টা থেকে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ১১ তারিখ সন্ধ্যা সাতটার  পর থেকে  বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের ইন্টারনেট পরিষেবা।  গতকাল বৃহস্পতিবার গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় বিকেল ৫ টার ভিতরে মোবাইল  ইন্টারনেট  পরিষেবা খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এর সাথে গৃহ বিভাগের শীর্ষ অধিকারীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়ে যায় ।এতে ইন্টারনেট পরিষেবা খুলে দেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। অবশেষে শুক্রবার সকাল ৯ টায় মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়।সোশ্যাল  মিডিয়ার দ্বারা প্রতিবাদকারীদের অধিক সঙ্ঘবদ্ধ হওয়া আর দ্রুত হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কাতে সরকার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। ফলে অচল হয়ে পড়ে ব্যাংক, অনলাইন ব্যবসা, ছাড়াও ওলা -ওবর,ও শিক্ষার্থীর সাথে সংবাদমাধ্যমের সাথে যুক্ত  সমস্ত ব্যক্তিরা। আজ শুক্রবার ইন্টারনেট পরিষেবা খুলে দেওয়ার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি এবং বিভিন্ন অনলাইন পেমেন্ট যা এতদিন  বন্ধ ছিল তা খুব ধীরে ধীরে চালু হয় ।তবে সরকার পুনরায় উচ্চতম ন্যায়ালযয়ে একটি রিভিউ পিটিশন দাখিল করে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় বিবেচনার করার আবেদন করে । কিন্তু উচ্চতম ন্যায়ালয় এই আবেদন খারিজ করে দেয় ।ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যের নাগরিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.