বেতন নেই এক বছর ধর্ণায় পুর কর্মীরা
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বেতন পাচ্ছেন না প্রায় একবছর। সঙ্গে যোগ হয়েছে করিমগঞ্জর টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের ডেপুটি ডিরেক্টার সুপ্রিয় দেবের অসহযোগিতা। ফলে এক প্রকার বাধ্য হয়েই অনির্দিষ্টকালের ধর্ণায় বসলেন বদরপুর টাউন কমিটির কর্মীরা। প্রায় এক বছর ধরে বদরপুর টাউন কমিটির কর্মচারিরা নিয়মিত বেতন পাচ্ছেন না। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের ডেপুটি ডিরেক্টার সুপ্রিয় দেব সারা বছরে একবারও টাউন কমিটিতে এসে কর্মচারীদের সুযোগ সুবিধার খোঁজ খবর নিয়েছেন কি না সন্দেহ। কোন একটা দস্তাবেজে তাঁর স্বাক্ষর নিতে চাইলে কর্মচারীদের উজিয়ে করিমগঞ্জ যেতে হয়। একে বেতন নেই তায় গাটের কড়ি খরচা। কাঁহাতক মানা যায়।
অগত্যা সোমবার সকাল থেকেই কর্মচারীরা ধর্ণায় বসেছেন। এই ধর্ণা চলবে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বলে জানালেন কর্মচারীদের ইউনিয়নের পক্ষে পার্থ চক্রবর্তী এবং সুপ্রীয় দেব চৌধুরী। সারা দিন টাউন কমিটিতে কোন কাজ হয়নি। সাফাইওয়ালারা ধর্ণায় তাই বাজারের আবর্জনা পরিস্কার হয়নি। সন্ধ্যা পর্যন্ত আবর্জনা থেকে গন্ধ বের হওয়া শুরু হয়েছে। সামনেই বড়দিন। এই কদিনে যদি সাফাই না হয় তবে বাজার এলাকায় টেকা মুস্কিল হবে। এদিন কর্মচারীদের ধর্ণার সমর্থনে এগিয়ে আসেন চেয়ারম্যান দীপঙ্কর রায় কর্মকার ও বিজেপির কমিশনার অনিতা বরুয়া ও রীতা রায় । নির্দল কমিশনার সিতাংশু রায় উপস্থিত না থাকলেও ধর্ণার প্রতি সমর্থন জানিয়ছেন। তাঁরা কর্মচারিদের সমস্যা সমাধানের দাবি তোলেন।









কোন মন্তব্য নেই