Header Ads

বিমানে যান্ত্রিক বিচ্যুতি, গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩২ জন যাত্রীর প্রাণ রক্ষা

 

,দেবযানী গুয়াহাটি 
বড়ঝাড় স্থিত গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে  গো এয়ারের একটি যাত্রীবাহী বিমান(গও ডব্লিউ ৫৪৬) সোমবার ১৩২ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে ১১: ১৭মিনিটে  যাত্রা শুরু করে।বিমানটি যাত্রা শুরু করার ১২ মিনিট পরেই বিমানটিতে ধরা পড়ে যান্ত্রিক বিচ্যুতি ।এই বিমানে  ১৩২ জন যাত্রীর  সাথে  সাতজন বিমানকর্মীও  ছিল। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরই বিমানটিকে ১১:২৯ মিনিটে পুনরায়  গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে আনা হয় । ফলে একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বিমানে১৩২ জন যাত্রীর সাথে ৭ জন  বিমানকর্মী । গুয়াহাটি এয়ারপোর্ট অথরিটি থেকে প্রাপ্ত সূত্র মতে বিমানবন্দরে কর্তৃপক্ষ আর পাইলটের দূরদর্শিতার জন্যই দুর্ঘটনা সংঘটিত হওয়ার থেকে কোনমতে রক্ষা পরে বিমানটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.