Header Ads

ক্রিসমাস ট্রি, স্যান্টার টুপিতে ছেয়েছে বদরপুর বাজার

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : রাত পোহালেই বড়দিন ।  খ্রিস্ট‍ান ধর্মাবলম্বীদের মধ্যে চলছে বড়দিনের চূড়ান্ত প্রস্তুতি । ফি বছরের মতো এ বছরও বদরপুর বাজারে ব্যবসায়ীরা বড়দিনের বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন। ব্যবসায়ীরা দোকান সাজিয়েছেন ক্রিস্টমাস ট্রি, সান্তাক্লজের টুপি, মুখোশ, পুতুল, স্টার, ঘণ্টা, বড়দিনের স্টিকারসহ অন্যান্য সামগ্রী দিয়ে।  দোকান গুলিতে ভিড়ও জমতে শুরু করেছে। 
ব্যবসায়ীরা জানান বেচা কেনা এখনও স্বাভাবিক। তবে  সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক বেশ কিছু নুতন ধরনের পসরা আসায় বিক্রি বাড়বে । দামও ক্রেতার সাধ্যের মধ্যে ।হাতে আরও একটি দিন রয়েছে। অনেকে ইতিমধ্যে বড়দিনের কেনাকাটা শুরু করে দিয়েছেন।  বড়দিন উপলক্ষ্যে ক্রিস্টমাস ট্রি, সান্তাক্লজের টুপি, মুখোশ, পুতুল, স্টার, ঘণ্টা, সান্তাক্লজ ড্রেস ইত্যাদির চাহিদা তুঙ্গে ।গত বছরের মতো এ বছরও বড়দিনের ব্যবসা ভালো হবে আশা করছেন ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.