Header Ads

নাগরিক সংশোধন বিলের প্ৰতিবাদে উত্তাল গোটা অসম, জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে অসমে প্ৰতিবাদ তো আগে থেকেই ছিল। এবারে সোমবার বিতৰ্কের মধ্যেই লোকসভায় পাশ হয়ে যায় নাগরিক সংশোধনী বিল(সিএবি)। এর পর থেকে আরও উত্তাল হয়েছে অসম সমেত উত্তরপূৰ্বাঞ্চলের একাধিক রাজ্য। মঙ্গলবার নেসো , আসু-র ডাকা ১১ ঘন্টা বনধের প্ৰভাব গুয়াহাটিতে সৰ্বাত্মকভাবে প্ৰভাব ফেলেছে। মালিগাঁও, গণেশগুরি, ছয়মাইল, জু রোড তিনালি, দিশপুরে অসম সচিবালয়ের আশপাশের এলাকা, ডাউন টাউন হাসপাতালের সামনে বিক্ষোভ চালায় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছাড়তে হয়। ঘটনায় আগত হয়েছে বহু প্ৰতিবাদকারী। মালিগাঁওয়ে একটি বাসে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুটিতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। ক্ষতি হয়েছে প্ৰচুর পাবলিক প্ৰোপাৰ্টি।
ছবি, সৌঃ নিউজ১৮অসম

অসমিয়া শিল্পী সমাজ নিজেদের জাতি-মাটি-ভেটি রক্ষার দাবিতে রাস্তায় নেমে ক্যাব-এর প্ৰতিবাদ করেন। বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে উত্তাল করে তোলে মহানগরীর রাজপথ। চানমারি ইঞ্জিনিয়ারিং প্ৰতিষ্ঠানের খেলার ময়দানে ঐক্যবদ্ধ হন অভিনেত্ৰী বরষা রানী বিষয়া, গায়ক দীক্ষু সহ আরও অনেকেই। সকলেই ক্যাব-এর বিরুদ্ধে সরব হন। তাঁদের কথা-‘‘ হিন্দু মসুলমান পরে, আমরা পরে, প্ৰথমে আমরা অসমিয়া, অসমিয়া অসমে ভাষিক সংখ্যালঘু হতে পারে না।’’ভিলেজ রকস্টারস-এর নিৰ্মাতা রীমা দাস, আমিষ চলচ্চিত্ৰের পরিচালক ভাস্কর হাজরিকা, পদ্মভূষণ জাহ্নু বড়ুয়া নাগরিক সংশোধন বিলকে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় মঙ্গলবার ভোর ৫টা থেকে বিকাল ৪টে পর্যন্ত, টানা ১১ ঘণ্টা একজোটে বনধে্র ডাক দেয় নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (নেসো)। তাদের সমর্থন করেছে কংগ্রেস, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ), অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু), কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং নাগা স্টুডেন্টস-এর মতো সংগঠন। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদ জানায় আন্দোলনকারীরা।  বরাকের শিলচর টাউন সহ বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় প্ৰতিবাদকারীরা। বন্ধ থাকে সমস্ত স্কুল -কলেজ, দোকান পাট, বাজার-হাট।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.