Header Ads

জন্মসূত্ৰে বাংলাদেশি নাগরিক ভারত থেকে সেখানে গেলে গ্ৰহণ করবে সেদেশ, সংবাদ মাধ্যমকে জানালেন সেদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰী

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জন্মসূত্ৰে বাংলাদেশি কোনও নাগরিক ভারত থেকে যদি সেখানে যায় তবে তাঁকে গ্ৰহণ করা হবে। নয়তো ফেরত দেওয়া হবে। বুধবার বাংলাদেশের সিলেটে ‘নগর এক্সপ্ৰেস’ নামে সিটি করপোরেশনের বাস পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্ৰশ্নের জবাবে একথা বলেন সেদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰী এ কে আব্দুল মোমেন। 

 বাংলাদেশের পররাষ্ট্ৰমন্ত্ৰী এ কে আব্দুল মোমেন, ছবি, সৌঃআন্তৰ্জাল
 
তার আগে মঙ্গলবার বিকেলে সিলেটে বৰ্ডার গাৰ্ড বাংলাদেশের (বিজিডি) এক অনুষ্ঠানের পর পররাষ্ট্ৰমন্ত্ৰী মোমেন সাংবাদিকদের জানান- ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। প্ৰসঙ্গক্ৰমে তিনি এও জানিয়েছেন- ভারত কথা দিয়েছে, এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। ভারতে কোনও অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্ৰক্ৰিয়ায় ফিরিয়ে নেবে সেদেশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.