Header Ads

পর্যটকদের উত্তর পূর্বাঞ্চল ভ্রমণ বন্ধ না করার আহ্বান জানালেন সঞ্জীব জিন্দাল




 দেবযানী, গুয়াহাটি
উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বিমান বন্দর খোলা রয়েছে আর সমস্ত বিমান সময়মতো যাতাযাত করছে ।পর্যটকদের উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণ বন্ধ না করার আহ্বান জানালেন এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রিজিওনাল ডাইরেক্টর সঞ্জীব জিন্দাল।   মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি যোগে তিনি জানিয়েছেন যে পর্যটকরা ভয় না পেয়ে উত্তর-পূর্বাঞ্চল ভ্রমণে আসতে পারে আর নিশ্চিন্তে ছুটি কাটাতে পারে।  উল্লেখ্য যে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আসামে পর্যটকদের ভিড় হয়ে থাকে। এই সময়ে এখানের আবহাওয়া খুব ভালো থাকে ।বেড়ানোর পক্ষে এটাই উপযুক্ত সময়। এখন আসামে নাগরিকত্ব সংশোধন কানুনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। জ্বলছে রাজ্য। এ নিয়ে পর্যটকদের মনে ভয় রয়েছে। যার জন্য অনেক পর্যটকরা আসামে ভ্রমণের কার্যসূচী বাতিল করেছে। কিন্তু সঞ্জীব জিন্দাল বলেন যে ১৪ ডিসেম্বর থেকে সমস্ত বিমান সময় অনুসারে চলছে আর  সংখ্যায় কম হলেও পর্যটকরা আসতে শুরু করেছে ।"কা" নিয়ে যে আন্দোলন চলছে সে নিয়ে পর্যটকদের ওপর কোনো প্রভাব পড়েনি ।পর্যটকরা অসম সহিত উত্তর-পূর্বাঞ্চল বিভিন্ন রাজ্যে যেমন মনিপুর, মেঘালয় ,অরুণাচল প্রদেশ ,নাগাল্যান্ড ঘুরতে পারে। তিনি আরো বলেন যে সমস্ত এয়ারপোর্ট সুরক্ষিত রয়েছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.