রাকেশ বেদির তত্ত্বাবধানে থিয়েটারে প্রশিক্ষণ নিল যুব প্রজন্ম
দেবযানী পটিকর
চতুর্থ গোহাটি ফেস্টিভ্যালে সাথে সংগতি রেখে থিয়েটার শিক্ষার্থীদের জন্য একটি অভিনয় কর্মশালার আয়োজন করা হয় ।নুমালীগড় রিফাইনারি লিমিটেড আর পূরবী ডায়েরীর সহযোগিতায় ও ব্রহ্মপুত্র ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই থিয়েটার কর্মশালা নগরের মাকখোয়া স্থিত আইটিএর প্রেক্ষাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হয়ে যায়। এই কর্মশালাতে আইআইটি গুয়াহাটি ও সংস্কৃতি দা গুরুকুলের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রকেশ বেদি ।
মত বিনিময় ভিত্তিক এই কর্মশালাতে কণ্ঠস্বর ,শব্দ ,প্রক্ষেপণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশেষভাবে আলোচনা করা ছাড়াও মঞ্চে অভিনয় গুরুত্ব ,হাতের ব্যবহার, অভিব্যক্তি, আর সময়ের গুরুত্ব পরে আলোচনা করে রাকেশ বেদী। তিনি বলেন যে A অর্থাৎ এক্ট অর্থ হলো অভিনয় ,C অর্থাৎ কন্সেন্ট্রেশন হঠাৎ মনোযোগিতা,T টাইমিং অর্থাৎ সময় জ্ঞান ও O অর্থাৎ অবজারভেশন অর্থাৎ অনুমান,আর R অর্থাৎ রিএকশন বা প্রতিক্রিয়া। তিনি বলেন যে একজন সফল অভিনেতা হয়ে ওঠার ক্ষেত্রে এই সমস্ত উপাদান গুলির গুরুত্ব অপরিসীম । এ দিনের কর্মশালা তে অংশগ্রহণ করে তিনি বলেন যে এই ধরনের কর্মশালা যুব প্রজন্মে অভিনয়ে উৎসাহী সবার জন্য উপযোগী।
কোন মন্তব্য নেই