অসমের ডিমা হাসাও জেলায় জোর কদমে চলছে বড়দিন পালনের প্রস্তুতি
বিপ্লব দেব, হাফলং ২৩ ডিসেম্বরঃ ঠান্ডায় জুবু থুবু পাহাড়বাসী। শীত জাঁকিয়ে বসেছে ডিমা হাসাও জেলায়। তাপমাত্রা ঘোরাফেরা করছে ১০ থেকে ৮ ডিগ্রি তে। এরই মধ্যে ডিমা হাসাও জেলায় বড়দিনের প্রস্তুতি চলছে জোর কদমে। জমে উঠেছে বাজার। ঠান্ডা জাঁকিয়ে বসায় শীত বস্ত্রের চাহিদা বেশী।
চাহিদা রয়েছে কেকের ও বিভিন্ন রকমের কেক তৈরী করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে। গোটা শহরকে আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ডিমা হাসাও জেলায় শারদীয় দূর্গোৎসব,দীপাবলি ঈদ,বুসুডিমার পর বড়দিন এই পাহাড়ি জেলায় সবচেয়ে বড় উৎসব। উৎসব মানেই আনন্দ উল্লাস। সমগ্র পাহাড়ি জেলার মানুষ মেতে উঠেছে উৎসবের আমেজে। ডিমা হাসাও জেলায় ছোট বড় ১৯ টি জাতি জনগোষ্ঠীর বসবাস এবং সবার রয়েছে পৃথক পৃথক উৎসব। তাই পাহাড়ে উৎসবের আনন্দ কিছুটা ভিন্ন ধরনের কারন সব জাতি জনগোষ্ঠী একে অন্যের উৎসবে সামিল হয়ে সব সময়ই এক সৌভাতৃত্বের মেল বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে উদাহরণ তোলে ধরতে সক্ষম হয়েছে। আর মাত্র একদিন তারপরই বড়দিন আর বড়দিনকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। শহরের বিভিন্ন গির্জাঘর গুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ক্রিসমাস ট্রি তে স্টার ঝুলিয়ে আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন বাড়িঘরে। তাছাড়া সন্ধ্যার পর শহরের রাস্তায় বড়দিনের মিছিল অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি গির্জা গুলিতে হচ্ছে প্রার্থনা। সমগ্র রাজ্য যখন নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ আন্দোলন চলছে ঠিক সে সময় উল্টো চিত্র ডিমা হাসাওয়ে সব কিছু পিছনে ফেলে পাহাড়ি জেলার মানুষ বড়দিন ও ২০১৯ কে বিদায় জানাতে এবং ২০২০ কে স্বাগত জানাতে সবধরণের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
কোন মন্তব্য নেই