Header Ads

ক‍্যাব-এ ধর্মীয় বৈষম্যের অভিযোগ, অমিত শাহের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠল মার্কিন যুক্তরাষ্ট্রে


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোমবার সংসদে নাগরিকত্ব সংশোধন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ ১২ ঘন্টা তর্ক বিতর্কের পর মাঝরাতে লোকসভায় বিলটি পাশ হয়ে যায়। এই বিল নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে।
ছবি, সৌঃ আন্তর্জাল
বিলে ধর্মীয় বৈষম‍্যতাকে মান‍্যতা দেওয়ায় এবার অমিত শাহ সহ দেশের শীর্ষস্থানীয় নেতা আমলাদের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ) এর মত এই বিলে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। যা অত‍্যন্ত বিপজ্জনক।
অসমে এনআরসি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইউএসসিআইআরএফ। এবার নাগরিকত্ব সংশোধন বিল অর্থাৎ ক‍্যাব নিয়েও উদ্বেগ প্রকাশ করল সংগঠনটি।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.