Header Ads

লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল

বিশ্বদেব চট্টোপাধ্যায় : লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে গেল সোমবার। সোমবার মধ্যরাতে ভোটাভুটির মাধ্যমেই পাস হল বিল। বিলের পক্ষে ভোট পড়ল ৩১১। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৮০। এবার বিলটি রাজ্যসভায় যাবে। 
এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের প্রশ্নবাণের এক এক করে জবাব দেওয়ার পরই পাস হয় বিল। জবাবী ভাষণে অমিত শাহ বলেন, এই বিল অসাংবিধানিক নয়। সংবিধানের ১৪ অনুচ্ছেদের পরিপন্থীও নয় এই বিল। তিনি বলেন, এই বিলে অত্যাচিরত সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের পক্ষে। 
এদিন নাগরিকত্ব বিল পেশের সময় থেকেই সংসদ উত্তাল হয়ে ওঠে। বিল পেশের জন্যই আলাদা ভাবে ভোটাভুটি হয় সংসদে। এরপর পাস হওয়ার আগেও ভোটাভুটি হল। 
লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশ করলে বিরোধী সাংসদরা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে এনে বলেন যে এই বিল পেশ করা অসাংবিধানিক। এর জেরেই ভোটাভউটি করতে হয়। ৩১১টি ভোট পড়ে পক্ষে। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৮০টি ! বিপক্ষের মাত্র ৮০ ভোটই আভাস দিচ্ছে রাজ্যসভাতেও এই বিল পাস হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.