Header Ads

টেট পরীক্ষার জন্য নতুন করে তারিখ নির্ধারণ



নকুল রায়, 20 ডিসেম্বরঃ নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদের আন্দোলনের ফলে মাধ্যমিক শিক্ষা বিভাগ আসাম টেট-2019-এর পরীক্ষার তারিখটি সংশোধন করেছে। আসাম টেট-2019 আগামী 2020 সালের 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে 22 ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টেট পরীক্ষার জন্য যেসব প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন তারা বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে খুলে দেখতে পারবেন। বোর্ড কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বিবৃতি অনুসারে, "আসামে 22 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেট পরীক্ষাটি 2020 সালের 19 জানুয়ারি অনুষ্ঠিত হবে।"
আসাম হাই স্কুল টেট পরীক্ষা 2019, যা মাধ্যমিক স্তরের জন্য মিডিয়াম টেট নামেও পরিচিত, পাঁচটি ভাষায় অনুষ্ঠিত হবে- অসমিয়া, হিন্দি, মণিপুরী, বোড়ো এবং বাংলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.