Header Ads

দিল্লি, অসম, পশ্চিমবঙ্গে ক্যাব এর বিরুদ্ধে আন্দোলন



নয়া ঠাহর প্রতিবেদনঃ ক্যাবের বিরুদ্ধে  দেশের রাজধানীও জ্বলে  উঠেছে। গত 15  ডিসেম্বর দিল্লিতে একটি বাস সহ দুটি গাড়ি জ্বালানো হয়। 13 ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ।রেলওয়ে স্টেশন ব্যাপক ভাঙচুর হয়,  বহু বাস জ্বালিয়ে দেওয়া হয়। অসমের  মতো গাড়ির  টায়ার জ্বালিয়ে , গাছের গুঁড়ি ফেলে  পথ অবরোধ করা হয়।   পশ্চিমবঙ্গের  প্রধান  প্রশাসনিক কেন্দ্র নবান্ন  র কাছে  15 টি বাস  জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ ছিল  নির্বিকার। মুর্শিদাবাদ জেলার বেলদাঙ্গা,  লালগোলা স্টেশন   ভাঙতে হাজার  হাজার  মানুষ হাত লাগিয়ে ছিল। পুলিশ দূর থেকে মজা দেখছিল বলে অভিযোগ উঠেছে। অসমের ঘটনায় প্রায় 1500 জনকে আটক করা হয়েছিল, পশ্চিমবঙ্গের ঘটনায়  5 জন কেও গ্রেফতার করা হয় নি।  16  ডিসেম্বর কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ক্যাব এবং এন আর সি র  বিরুদ্ধে বিরাট মিছিল  করেন।  রেড রোডের  বাবা আম্বেদকর এর প্রতিমূর্তি তে শ্রদ্ধা জানিয়ে  ,ধর্মতলা তে মহাত্মা  গান্ধীর  প্রতিমূর্তি কে প্রণাম করে জোড়াসাঁকোর  রবীন্দ্র নাথ ঠাকুরের  ছবির সামনে  বিশাল  সভা করে   কেন্দ্র কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, পশ্চিমবঙ্গে  ক্যাব হতে দেওয়া হবে না, এন আর সি করতে দেওয়া হবে না। একজন মানুষ কেও বিতারণ করা হবে না।   16 তারিখে দিল্লি  প্রেস ক্লাবে কেন্দ্রের বিরোধী নেতারা   ক্যাবের  বিরোধিতা করে , রাষ্ট্রপতি কে স্বারকলিপি দেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.