Header Ads

কামরূপ মহানগর জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড় সম্পন্ন



নয়া ঠাহর প্রতিবেদন। কামরূপ মহানগর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলার ক্রীড়া বিভাগের সৌজন্যে এক  ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়ে যায় ।ক্রীড়াকে অধিক  জনপ্রিয় করে তোলা আর ক্রীড়ার সুফল সম্পর্কে জনসাধারণের মাঝে আরও অধিক সজগতা সৃষ্টির জন্য গুয়াহাটির লতাশীল ময়দান থেকে এই ম্যারাথন  শুরু করা হয়েছিল এই ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয় ৩০০জন  ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ।কামরুপ জেলার উন্নয়ন আযুত্ত অতুল কুমার শর্মা এদিন এই উপলক্ষে আয়োজন করা এক অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে এই ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিকভাবে শুভরাম্ভ করে ।এইদৌড়ে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সুফলতার বিষয়ে ব্যাখ্যা করার সাথে ক্রীড়াকে আরো অধিক জনপ্রিয় করে তোলার উপর অধিক গুরুত্ব আরোপ করেন। উল্লেখ যে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করা ছাত্রছাত্রীরা লতাশিল ময়দান থেকে সোনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দৌড়ে আসে এবং পুনরায় লতাশিল ঘুরে যায় । এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করা সমস্ত  বিজয়ী ছাত্র-ছাত্রীদের নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.