Header Ads

ডিমা হাসাও জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ৪০ জন রোগী চিকিৎসাধীন মাহুর ও হাফলং সরকারি হাসপাতালে

 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত হেব্রন গ্রামে ডায়রিয়া মহামারীর আকার ধারণ করেছে এখন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হওয়ার পাশাপাশি ৪০ জন চিকিৎসাধীন রয়েছে মাহুর ও হাফলং সরকারি হাসপাতালে। ডিমা হাসাও জেলার স্বাস্থ্য পরিবার কল্যান বিভাগের যুগ্ম সঞ্চালক ডঃ দিপালী বর্মন জানিয়েছেন মাহুর থানার অন্তর্গত হেব্রন গ্রামে ডায়েরিয়ার প্রকোপ দেখা দেয় ইতিমধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ৪০ জন ডায়েরিয়ায় আক্রান্ত রোগীকে রবিবার বিকেলে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে ছয় জন রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় এদের হাফলং সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

 বর্তমানে ডায়েরিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সহ হাফলং সরকারি হাসপাতালে। দিপালী বর্মন জানিয়েছেন ইতিমধ্যে হাফলং থেকে চিকিৎসকের দল ও স্বাস্থ্য কর্মীরা রওনা হয়েছেন হেব্রন গ্রামে। তবে কি থেকে হেব্রন গ্রামে এই ডায়েরিয়া দেখা দিয়েছে এনিয়ে জানতে চাইলে দিপালী বর্মণ বলেন জল থেকেই ডায়েরিয়া দেখা দিতে পারে কারণ হেব্রন গ্রামে জলের সমস্যা দীর্ঘদিনের। এদিকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির নাম জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.