Header Ads

সিএবির বিরুদ্ধে ব্যাপকহারে প্রতিবাদ, পরীক্ষা বাতিল করে পথে নামল কলেজ পড়ুয়ারা



  দেবযানী পাটিকর, গুয়াহাটি ।
 গুয়াহাটিতে নাগরিকত্ব সংশোধনী বিল( সিএবি) এর বিরোধিতা আজও অব্যাহত রয়েছে । কেব এর বিরুদ্ধে বুধবার কটন ও- সন্দিকৈ কলেজের ছাত্র ছাত্রীরা গ্রহণ করে দিসপুুর চলো কার্যসূচি ।প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রতিবাদে দিসপুর অভিমুখে চলে থাকার সময় নগরের এবিসিতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে প্রতিবাদকারীদের বাধা দেবার চেষ্টা করে ।ফলে একাংশ প্রতিবাদকারী পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাবার চেষ্টা করতেই পুলিশ প্রতিবাদকারীদের বাধা দেবার চেষ্টা করতে  লাঠিচার্জ করে। পুলিশের লাঠি চালানো তে ছাত্র-ছাত্রীরা পালিয়ে যায় না। কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়।  প্রতিবাদকারীরা সচিবালয়ের সামনের ব্যারিকেড ভেঙে জ্বালিয়ে দেয়। ফলে বাধ্য হয় পুলিশ কাঁদানো গ্যাস ও জল বর্ষণ করে ।  ওদিকে রাজ্যজুড়ে প্রতিবাদের ফলে বহু ট্রেন বাতিল করা হয় । ট্রেন বাতিল করার ফলে বিপাকে পড়ে যাত্রীরা।  তেজপুর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীও  বহু সময় ধরে বিমানবন্দরের ভিতরে আটকে পড়েন
প্রতিবাদকারীদের রাস্তা অবরোধ করার ফলে  আটকে পড়ে অনেক স্কুল বাস। ট্রাফিক জামের ফলে  বহু সময় ধরে যাতাযাত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে । ওদিকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর এবং স্নাতক আইন শাখার  ১৬ ডিসেম্বর এর সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ওদিকে মেঘালয়ের ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং খানাপারা পশু চিকিৎসালয় ও পলিটেকনিকের ছাত্রছাত্রীরা প্রতিবাদে অংশগ্রহণ করে গ্রহন করে। প্রতিবাদকারীরা একটি বাসকে জ্বালিয়ে দেয়। শুধু কলেজের ছাত্রছাত্রী নয় এই প্রতিবাদের স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসে বহু লোক। রাস্তায় আবদ্ধ হয়ে পরে বহু লোক। প্রতিবাদকারীরা কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়। শুধু রাজধানী গুয়াহাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সিএবিএর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদকারীরা ও রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ প্রদর্শন  করেছে । ওদিকে অসমে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল  করার জন্য ব্যাপক প্রতিবাদের মাঝেই বুধবার ভারতের গৃহ মন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বিলটি দাখিল করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.