Header Ads

পুরানো সেই দিনের স্মৃতি রোমন্থন,কামাখ্যা বিদ্যালয়ের প্রাক্তনীদের মিলনবেলা আজ


দেবযানীপাটিকর,গুয়াহাটি।
স্মৃতি মধুর। সত্যিই ছেলেবেলার স্মৃতিকে ভোলা যায় না। বছর পর বছর মানুষ সযত্নে স্মৃতির কোঠাতে সেই ছোটবেলার  সেই স্মৃতিকে সযত্নে লালন করে বেড়ায়। আবার প্রাণের টানে একত্রে মিলিত হয় সেই স্মৃতি রোমন্থন করতে । ব্রহ্মপুত্র উপত্যকার নীলাচল পাহাড়ের পাদদেশে স্বনামধন্য বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান গুয়াহাটির কামাখ্যা বিদ্যালায় ।১৯৫৯ সালে স্থাপিত এই বিদ্যালয়।বিগত ৫০ বছর ধরে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীদের এই  স্কুল থেকে পাশ করে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় উচ্চপদে কর্মরত। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শুক্রবার ও শনিবার২৭ এবং ২৮ ডিসেম্বর  বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মিলনবেলার  আয়োজন করা হয়েছে মালিগাঁওএর বরিপাড়া স্থিত হিতেশ্বর শইকীয়ার প্রেক্ষাগৃহে ।এতে অংশ নেবে পঞ্চাশ দশক থেকে শুরু করে সদ্য পাশ করা ছাত্র ছাত্রীরা

 বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলন বেলার প্রস্তুতি অনেক দিন আগে থেকে  শুরু করা হয়েছে বলে বলে জানালেন
                                         
কামাখ্যা বিদ্যালয় আলুমনি অ্যাসোসিয়েশন সম্পাদক রাজশ্রী সাহা।এ প্রসঙ্গে তিনি বলেন যে অনেকদিন আগের থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যমের দ্বারা প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে এবং  অনেকেই সাথেই যোগাযোগ করতে পারা গেছে। দু দিনের কার্যসূচিতে  এই মিলনবেলা তে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন গণেশ বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।শনিবারে থাকবে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।  বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা এই মিলনবেলা উৎসব নিয়ে যথেষ্ট উৎসাহিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.