Header Ads

এনআরসি-তে কোনও ক্ষতি হবে না মুসলিমদের, দাবি সিয়া ওয়াকফ বোর্ডের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

এনআরসি নিয়ে এবার মোদী সরকারকে সমকর্থন জানাল উত্তর প্রদেশের সিয়া ওয়াকফ বোর্ড। সংস্থার চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানিয়েছেন, গোটা দেশে এনআরসি করলে কোনও ক্ষতি হবে না মুসলিমদের। কাজেই গোটা দেশে এনআরসিতে তাঁদের কোনও আপত্তি নেই। 

মোদী রামলীলা ময়দানে এনআরসি নিয়ে যে দাবি করেছেন তার ঠিক উল্টো কথা বলছেন অমিত শাহ। মোদী যখন একদিকে দাবি করেছেন গোটা দেশে এনআরসি করার কথা একবারও ভাবেনি বিজেপি সরকার তখন রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন গোটা দেশে এনআরসি করা হবে।
তার বিরোধিতায় সরব হয়েছেন বিরোধীরা। সেকারণেই মোদী সরকারের এনপিআরেও বিরোধিতা শুরু করেছেন তাঁরা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী রাজনৈতিক দল এনপিআরকে এনআরসির প্রথম ধাপ বলে দাবি করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনআরসি নিয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে সিয়া ওয়াকফ বোর্ড।
তাদের দাবি এনআরসি নিয়ে মোদী সরকার যা করতে চাইছেন সেটা সঠিক। কারণ এতে মুসলিমদের কোনও ক্ষতি হবে না। এর আগে অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কেও স্বাগত জানিয়েছিল সিয়া ওয়াকফ বোর্ড।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.