Header Ads

‘কা’ উদ্ভূত পরিস্থিতিতে বিজেপি বিধায়করা নিরাপত্তাহীনতায় ভুগছেন, মুখ্যমন্ত্রীকে সে কথা জানালো বেস কয়েকজন বিধায়ক



অমল গুপ্ত, গুয়াহাটীঃ নাগরিকত্ব সংশোধনী বিল এখন  কা র প্রতিবাদে অসম যে অচল হয়ে পড়বে। শাসক দলের মন্ত্রী বিধায়ক দের যে প্রতিবাদীদের তীব্র আন্দোলনের ভয়ে ঘরবন্দি হয়ে থাকতে হবে তা আগে আঁচ করতে পারেনি সরকার।আসু, জাতীয়তা বাদি  যুব ছাত্র পরিষদ সহ  অন্যান্য সংগঠন এমন কি আলোচনা পন্থী আলফা,  কৃষক মুক্তি সংগ্রাম পরিষদ  প্রভৃতি দল সংগঠন রাজ্যের সব জেলা  গ্রাম গঞ্জে  লাগাতার গণ  আন্দোলন  শুরু করে  বিজেপি মন্ত্রী বিধায়ক দের  প্রায় একঘরে করে দিয়েছে। মন্ত্রী বিধায়ক দের  ঘর বাড়ি ঘেরাও করে সরকারকে  চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সরকারের কাজ কর্মে স্থবিরতা নেমে এসেছে। বিজেপি বিধায়করা  নির্বাচন কেন্দ্রে  অবাধে  ঘুরতে পারছে না, নিরাপত্তা হীনতায় ভুগছেন আজ 19 ডিসেম্বর  আন্দোলন  চলার সময় চতিয়ার বিজেপি বিধায়ক  পদ্ম  হাজরিকার   উদ্যোগে 15, 20 জন বিজেপি বিধায়ক ব্রহ্মপুত্র অতিথিশালা র  সরকারি বাস ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়ালের সঙ্গে সাক্ষাৎ করে কা উদ্ভূত ভয়ানক পরিস্থিতির কথা অবগত  করেন।বিধায়ক, মন্ত্রীরা যে নিরাপত্তা হীনতায় ভুগছে, তাদের কাজ কর্মে বাধা দেওয়া হচ্ছে, সরকারের বদনাম হচ্ছে, সে কথা খোলাখুলি মুখ্যমন্ত্রী কে জানানো হয়। কা নিয়ে সরকারের স্থিতি স্পষ্ট করার আহ্বান  জানান, বিধায়করা অবিলম্বে  নয়া দিল্লি  গিয়ে প্রধান মন্ত্রী র সঙ্গে সাক্ষাৎ করে অসমের ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানাতে বলেন। পদ্ম হাজারিকা খোলাখুলি বলেছেন, আগে জাতি মাটি ভেটি, তারপর রাজনীতি,  আসুর আন্দোলনের প্রতি নৈতিক সমর্থনের কথা জানিয়েছেন। কা র ফলে অসমীয়া ভাষা সংস্কৃতি  ধ্বংস হয়ে যাবে আশংকা  করে  অসমীয়া ভাষা কে রাজ ভাষা  করার দাবি জানিয়েছেন। প্রশান্ত ফুকন এর সরকারি আবাস এ রূপক শর্মা, যোগেন মোহন, চক্র গোহাই, সুরেন ফুকন, পদ্ম হাজারিকা, ভাস্কর শর্মা ঋতুপর্ণ বড়ুয়া প্রমুখ  আলোচনা করে নেওয়ার পর দুপুরে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস এ যান বলে বিজেপি সূত্রে জানা গেছে। বিধায়ক প্রশান্ত ফুকন সরকারের কাজ কর্মে অসন্তোষ প্রকাশ করেছেন। রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়ক দের আশস্থ করে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। রাজ্যের পরিস্থিতি যে অগ্নিগর্ভ তা স্বীকার করেছেন বলে বিজেপি সুত্রের দাবী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.