Header Ads

ড. জয়শ্রী গোস্বামী মহন্ত পদ্মশ্রী র পর সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন




নয়া ঠাহর প্রতিবেদনঃ প্রাক্তন সাংসদ তথা  রাজ্যের বিশিষ্ট  সাহিত্যিক, সাংবাদিক ড. জয়শ্রী গোস্বামী মহন্ত  সাহিত্য অ্যাকাডেমি  পাচ্ছেন।বড়ো ভাষার সাহিত্যিক  ড. ফুকন বসুমাতারি, বাংলা সাহিত্যে চিন্ময় গুহ এবং ইংরেজি সাহিত্যে শশী থারুর  অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত র সহধর্মিণী  বিশিষ্ট সাহিত্যিক জয়শ্রী তার বিখ্যাত উপন্যাস চাণক্য র জন্যে দেশের এই মর্যাদাসম্পন্ন অ্যাকাডেমি পুরস্কারে নির্বাচিত হয়েছেন। প্রাক্তন রাজ্য  সভার সাংসদ জয়শ্রী  গোস্বামী মহন্ত  এর আগে বহু  গ্রন্থ প্রণয়ন করার সুবাদে, এবং সমাজের বহু  উন্নয়ন মূলক কাজে ব্রতী হওয়ার  পুরস্কার হিসেবে পদ্মশ্রী  পেয়েছেন, এবার  আরেকটি শিরোপা জুড়লো আমাদের সবার প্রিয় বাইদোর জীবনে। রাজ্যের এক মাত্র বাংলা  নিউজ পোর্টাল  নয়া  ঠাহর এ  তিনি নিয়মিত লেখা লিখি  করেন। তিনি একজন ভালো কবিও , তার  সফলতায়  নয়া ঠাহর পরিবার  আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.