Header Ads

হায়দরাবাদ এনকাউন্টারে নিহতদের দেহের ফের একবার ময়নাতদন্তের নিৰ্দেশ দিল তেলেঙ্গানা হাইকোৰ্ট

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত ৬ ডিসেম্বর হায়দরাবাদ এনকাউন্টারে নিহতদের দেহের ফের একবার ময়নাতদন্তের নিৰ্দেশ দিল তেলেঙ্গানা হাইকোৰ্ট। শনিবার একটি জনস্বাৰ্থ মামলার শুনানির পর হাইকোৰ্ট সাফ বলে দিয়েছে- সুপ্ৰিম কোৰ্টের গড়ে দেওয়া ৩ সদস্যের কমিশনের তত্ত্বাবধানেই সোমবার বিকেল ৫ টার মধ্যে ফের ময়নাতদন্ত করবে এনকাউন্টারে চার নিহতের। দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞ চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞদের সামনে ময়নাতদন্ত করতে হবে। তারপর ওই চারজনের দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে তেলেঙ্গানা প্ৰশাসনকে। 

ছবি, সৌঃ আন্তৰ্জাল
তরুণী পশু চিকিৎসক প্ৰিয়ঙ্কা রেড্ডিকে ধৰ্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত ছিল ওই চারজন। গত ২৯ নভেম্বর তাদের গ্ৰেফতার করা হয়েছিল। এনকাউন্টারের ঘটনায় হইচই পড়ে যায় গোটা দেশে। অনেকের মতে পুলিশ যা করেছে ঠিক করেছে। আবার একাংশের মতে এভাবে এনকাউন্টার করে দিলে দেশে বিচার ব্যবস্থা রাখার আর প্ৰয়োজনই নেই। অপরাধ যতই গুরুতর হোক তার বিচার আইনী পথে হওয়াই শ্ৰেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.