সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড সৌদি আদালতের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আমেরিকা প্ৰবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিল সৌদি আরবের আদালত। আদালত ২৪ বছরের কারাবাসের নিৰ্দেশ দিয়েছে আরও ৩ জনকে। তবে কাদের মৃত্যুদণ্ড এবং কারাদণ্ড দেওয়া হয়েছে তা এখনও প্ৰকাশ করেনি সৌদি প্ৰশাসন। ওয়াশিংটন পোস্টে লিখতেন সাংবাদিক জামাল খাশোগি।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
সৌদি শাসক রাজপুত্ৰ মহম্মদ বিন সালমনের কড়া সমালোচক ছিলেন তিনি। নথিপত্ৰ সংগ্ৰহের জন্য গত বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাদে গিয়েছিলেন তিনি। তার পর থেকে তাঁকে আর দেখা যায়নি। তাঁকে খুন করে দেহ গুম করে দেওয়া হয়। খুনের ঘটনার পর সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ ও দেখান খাশোগির অনুরাগীরা। এই খুনের ঘটনা গোটা বিশ্বে আলোড়ন পড়ে যায়।
সৌদি শাসক রাজপুত্ৰ মহম্মদ বিন সালমনের কড়া সমালোচক ছিলেন তিনি। নথিপত্ৰ সংগ্ৰহের জন্য গত বছর ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি দূতাবাদে গিয়েছিলেন তিনি। তার পর থেকে তাঁকে আর দেখা যায়নি। তাঁকে খুন করে দেহ গুম করে দেওয়া হয়। খুনের ঘটনার পর সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ ও দেখান খাশোগির অনুরাগীরা। এই খুনের ঘটনা গোটা বিশ্বে আলোড়ন পড়ে যায়।









কোন মন্তব্য নেই