Home
/
আঞ্চলিক-খবর
/
ভােটার কার্ড, রেসন কার্ডের মত তফশিলভুক্ত সার্টিফিকেট দেবার পরামর্শ পরিমল শুক্তবৈদ্যের
ভােটার কার্ড, রেসন কার্ডের মত তফশিলভুক্ত সার্টিফিকেট দেবার পরামর্শ পরিমল শুক্তবৈদ্যের
অমল গুপ্ত,গুয়াহাটি
অসম বিধানসভার ইতিহাসে এইসবপ্রথম রাজ্যের পশ্চাদপদ তফশিলভুক্ত জাতি এবং উপজাতি গােষ্ঠীর আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে দিনভাের আলােচনা হল। বিভিন্ন সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা হল। ২৩ জন বিধায়ক এবং দু’জন মন্ত্রী এই আলােচনায় অংশগ্রহণ করেছিলেন। অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গােস্বামীর উদ্যোগে “স্পিকার ইনেসিয়েটিভ’ শীর্ষক আলােচনায় অংশগ্রহণ করেন বিধায়করা। অধিকাংশ বিধায়ক তফশিলভুক্ত জাতি, উপজাতি গােষ্ঠীর প্রতিনিধি। তফশিলভুক্ত জাতি এবং উপজাতি গােষ্ঠীর প্রমাণপত্র সংগ্রহের নামে ব্যাপক জালিয়াতির কথা তুলে ধরেন। রাজ্যের ট্রাইবেল বেল্ট এবং ট্রাইবেল ব্লকগুলি অতফশিলীভুক্ত জনগােষ্ঠীর মানুষ বেদখল করে রেখেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এই আলােচনার অংশগ্রহণ করে বন ও পরিবেশ মন্ত্রী মরিমল শুক্লবৈদ্য স্পিকার ইনেসিয়েটিভ’শীর্ষক কর্মসূচির জন্য অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গােস্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এরকম একটি আলােচনার খুবই জরুরি ছিল। তিনি পরামর্শ দেন, তফশিলভুক্ত জাতি-উপজাতির নামে জালিয়াতি করে ভুয়াে তথ্যের মাধ্যমে সার্টিফিকেট সংগ্রহের নানা অভিযােগ বন্ধ করতে হবে। রেশন কার্ড, ভােটার কার্ড, অটল-অমৃত যােজনার কার্ড ইস্যুর মতাে তফশিলভুক্ত জাতি-উপজাতি গােষ্ঠীর জন্য এই ধরনের কার্ড ইস্যু করলে জালিয়াতি বন্ধ হয়ে যাবে। প্রকৃত মানুষগুলিই সরকারি সুযােগ পাবেন। তিনি প্রতিটি জেলায় তফশিলভুক্ত জাতি-উপজাতি গােষ্ঠীর ওয়েল ফেয়ার বাের্ডগুলােকে কার্যক্রম করে তােলার উপর জোর দেন। সমাজকল্যাণ মন্ত্রী প্রমীলারানি ব্রহ্মও এই আলােচনায় অংশগ্রহণ করেন। এই দীর্ঘ আলােচনার জবাবে তফশিলভুক্ত জাতি-উপজাতি কল্যাণ মন্ত্রী চন্দন ব্রহ্ম জবাবে জানান, তিনি সব সদস্যের আলােচনা শুনেছেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার তৈরি। অধ্যক্ষের কাছ থেকে ১০দিন বাদ প্রতিবেদন পাওয়ার পর নির্দিষ্ট ৯০ দিনের মধ্যেই সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বাস দেন।
কোন মন্তব্য নেই