Header Ads

নারী সমাজের ওপর চলা ব্যাপক ধৰ্ষণ, ধৰ্ষণ করে জ্বালিয়ে দেওয়া, নিৰ্যাতন বন্ধ করার দাবিতে গুয়াহাটির রাস্তায় প্ৰতিবাদে নারীরা


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গোটা ভারতবৰ্ষে নারী সমাজের ওপর চলা ব্যাপক ধৰ্ষণ, ধৰ্ষণ করে জ্বালিয়ে দেওয়া, নিৰ্যাতন বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার গুয়াহাটির রাস্তায় নেমে পড়েন নারী সমাজ। বিভিন্ন নারী সংগঠনের প্ৰতিনিধি এদিনের মানবশৃঙ্খলে এসে যোগ দিয়েছেন। 

এদিন এতদঅঞ্চলের বিভিন্ন ক্ষেত্ৰে প্ৰতিষ্ঠিত বুদ্ধিজীবী, লেখিকা, সাহিত্যিক, বিভিন্ন সংগঠনের প্ৰতিনিধিরা  হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে নারীর প্ৰতি ক্ৰমশ হওয়া অত্যাচারের বিরুদ্ধে মৌন প্ৰতিবাদ করেন। তাদের শ্লোগান হচ্ছে প্ৰথমত, ধৰ্ষককে কোনওভাবেই ক্ষমা নয়। দ্বিতীয়ত, তদন্ত ফেলে রাখলে চলবে না এবং তৃতীয়ত, মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে যদি প্ৰশাসন না নেয়। 

এদিন গুয়াহাটি ক্লাব রোটারির সামনে মেয়েদের এই মৌন মিছিলের সময় মিনিট ১৫-২০র মতো সময় যানবাহন স্তব্ধ ছিল। পাশাপাশি তারা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধেও প্ৰতিবাদ করেন। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.