প্রধানমন্ত্রীর প্রকল্প জনগণকে অবহিত করার টিম গঠিত বদরপুরে
অনিন্দ্য ভট্টাচার্য, বদরপুর : প্রধানমন্ত্রী জনকল্যাণকারী যোজনার প্রচারের জন্য বদরপুরের টিম গঠন করা হয়েছে। যোজনার রাজ্যিক সহ সভাপতি দীপক দেব করিমগঞ্জ জেলার সভাপতি জয়দীপ চৌধুরী সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর উপস্থিতিতে এই নুতন টিম গঠিত হয়। যোজনার বদরপুর মণ্ডল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অসীম কুমার মজুমদার। সহ সভাপতি অপূর্ব কাঞ্চন ধর , বরিষ্ঠ বিজেপি নেতা অজয় কুমার পাল সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সমস্ত জন কল্যাণকারী প্রকল্প হাতে নিয়েছেন তার বিস্তারিত জনগণের কাছে পৌছে দিতেই এই টিম গঠিত হয়েছে। উদ্দেশ্য অজ্ঞানতার জন্য যাতে সাধারণ মানুষ প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত না হন। অতীতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঘোষনা করা অনেক প্রকল্পের সুবিধা শুধু মাত্র অজ্ঞানতার জন্যই সাধারণ মানুষ গ্রহণ করতে পারেননি। তাই এবার যাতে এই প্রকল্পগুলির উদ্দেশ্য ব্যর্থ না হয় তাই পুরো আটঘাট বেঁধে মাঠে নামছে বিজেপি। সমস্ত সিনিয়রদের হাতে সাধারণ মানুষকে প্রকল্প জানানো ও বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু তাই নয় - চিহ্নিত করা বিশেষ একশো আঠাশটি প্রকল্পের নাম ও কারা এর সুবিধা পেতে পারেন তার বিস্তারিত উল্লেখ করা সাইন বোর্ড প্রতি ওয়ার্ডে ঝোলানোর প্রস্তাবও আছে।
কোন মন্তব্য নেই