Header Ads

কেরলের ধ্বনিতে মুখরিত সমস্ত হয়ে উঠল শহরের সমস্ত গির্জাঘর,আনন্দ উল্লাসের সাথে পালন করা হল বড়দিন



দেবযানী, গুয়াহাটি।

সমগ্র বিশ্বের সাথে গুহাটিতেও উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয় বড়দিন ।বছর শেষের এই উৎসবের সাথে ঠান্ডাও পড়েছে বেশ। সকাল থেকেই শহরের বিভিন্ন গির্জাগুলিতে দেখা গেছে লোকের ভিড় ।বড়দিনের উৎসবে সেজে উঠেছে গুয়াহাটি। ক্রিসমাসের সং , সান্তাক্লজ জিংগেল বেল, কেরলের সংগীতে মুখরিত নগরের সমস্ত গির্জাঘর ।অশান্ত আসামে শান্তির বাণী ছড়িয়ে দিতে সমস্ত গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার ব্যবস্থাও করা হয় ।এই উৎসবে রংবেরঙের আলোকে সাজিয়ে তোলা হয়েছে শহরের সমস্ত চার্চ গুলি। বড়দিনের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। 



গুয়াহাটির সবচেয়ে পুরনো চার্চ পানবাজারের ব্যাপ্টিস্ট চার্চ ।বড়দিন উপলক্ষে এখানে  সকাল থেকে শুরু হয়েছে ভিড়। যিশুখ্রিস্টের বড়দিন উপলক্ষে ডন বস্কোর ক্যাথলিক চার্চ গুয়াহাটি, সেন্ট জসেফ ক্যাথিড্রাল, সেন্ট ক্ল্যারেট চার্চ, ক্যাথলিক চার্চ সিক্সমাইল,সিএনআই চার্চ, দিসপুর ব্যাপ্টিস্ট চার্চ, গুয়াহাটি ব্যাপটিস্ট চার্চ কাহিলিপারা ব্যাপ্টিস্ট চার্চ ,মালিগাঁও  চার্চ এই সমস্ত চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। বড়দিন উপলক্ষে দিনভর রাজ্যের  সমস্ত চার্চে ছিল অসংখ্য মানুষের ভীড়।সব মিলিয়ে বড়দিনের আনন্দে মাতোয়ারা সমগ্র বিশ্বের সাথে গুয়াহাটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.