Header Ads

রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তিনশো দুস্থকে বস্ত্র প্রদান

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : 'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর' স্বামী বিবেকানন্দের এই বাণী যা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারায় বিশ্বাসী মাত্রেই মনে প্রানে মেনে চলেন। বদরপুর শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বুধবার তিনশো জন দুস্থের হাতে কম্বল সোয়েটার সার্ট প্যান্ট তুলে দিলেন তাঁরা। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এই হাড় কাঁপানো শীতের কবল থেকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। 
প্রথম পর্যায়ে এই কাজের জন্য বদরপুরকে বেঁছে নেওয়া হয়। এদিন ১২৫ জনকে কম্বল ৭৫ জনকে সার্ট প্যান্ট আর একশো জনকে সোয়েটার দেওয়া হয়। দুস্থদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজী মহারাজ। শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পক্ষ থেকে সভাপতি সুবিমল বর্দ্ধন সম্পাদক অঞ্জন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.