Header Ads

পকসো আইনের অধীনে সাজাপ্রাপ্তদের ক্ষমা প্রার্থনা করার অধিকার থাকা উচিত নয় : রাষ্ট্রপতি

নয়া ঠাহর প্রতিবেদন : রাজস্থানের সিরোহিতে শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, মহিলাদের সবথেকে গুরুত্বপূর্ণ। পকসো আইনের অধীনে সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা প্রার্থনা করার অধিকার থাকা উচিত নয়। ক্ষমাপ্রার্থনা করার বিষয়টি বিবেচনা করে দেখা উচিত সংসদের।
শুক্রবার কাকভোরে হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত চার অভিযুক্তকে এনকাউন্টারে খতম করে পুলিশ। আর এদিনই রাষ্ট্রপতি সিরোহির অনুষ্ঠানে বলেন, মহিলাদের উপর এই ধরণের ঘটনা দেশকে আন্দোলিত করেছে। এটা হওয়া কখনই উচিত নয়। আমাদের সেই দিকেই বেশি নজর দেওয়া উচিত।
দেশের এখনকার আইন অনুযায়ী ধর্ষণের অভিযুক্ত কোনও নাবালকের সাজা ঘোষণার আগে বেশকিছু বিষয়ে নজর রাখতে হয়। নাবালকদের সাজা অন্যদের তুলনায় কম হয়। সাজা ঘোষণার পরও নাবালক হলে নাবালকের অধিকার থাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.