Header Ads

হাইলাকান্দিতে সৎসঙ্গের সূ-ধৃতি মহোৎসব ১৪ ডিসেম্বর থেকে

সানি রায়, হাইলাকান্দি : সৎসঙ্গের সোনামি ঢেউয়ের জোঁয়ার এবার গোটা অসম রাজ্য সহ বরাক উপত্যকায় ও প্লাবিত হচ্ছে। উল্লেখ্য,আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর দুদিন ব্যাপী বরাকের মধ্যরেখা জিলা হাইলাকান্দির মাঝখানে জাঁকালোভাবে আয়োজিত হচ্ছে সৎসঙ্গের এ মহোৎসবটি। তবে এ উৎসব এবার সৎসঙ্গের বর্তমান পরিচালক তথা আশ্চার্যদেব দাদা অশোক চক্রবর্তী ও পূজনীয় বাবাই দাদার ঐশী প্রেরণায় সূ-ধৃতি মহোৎসব বলে নামকরণ করে বরাক উপত্যকার সৎসঙ্গীদের উদ্দীপনা বাড়িয়ে নিষ্টাবানের দ্বায়িত্ব দিলেন। উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে সবধরণের নিরাপত্তা সহ আনুষাঙ্গিক ব্যবস্থার জন্যে জোরদার প্রয়াস চালাচ্ছেন। উৎসবের উদ্বোধন হবে ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে। মূল উৎসব থাকবে ১৫ ডিসেম্বর রবিবার দিনভর। তিন লক্ষ ভক্তবৃন্দের আগমন ঘটার আশায় জিলার ডি.এস.এ ও রবীন্দ্রমেলার মাঠে কর্মযজ্ঞের শেষ প্রস্তুতি চলছে। এদিন দীক্ষানুষ্টান ও আয়োজিত হবে। উপস্থিত থাকবেন সৎসঙ্গের মূল দেওঘর থেকে ও পরিচালকবৃন্দরা  সামিল থাকবেন বলে সূত্রের খবর। এ উৎসবের মূল লক্ষই হলো আর্য্য-কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্যধারাকে ফিরিয়ে আনতে ও মানবজাতির পরিত্রাণ সহ মনুষত্বের বুনিয়াদীকে জাগাতেই এই মহৎ উদ্দোগ অব্যাহত গোটা বিশ্বে। তবে সবমিলিয়ে হাইলাকান্দি জিলা প্রশাসনের সক্রিয় সহযোগিতা সহ বরাক উপত্যকার জাতি-সম্প্রদায়-বর্ণ-নির্বিশেষে সকলের উপস্থিতি ও একান্ত সহযোগিতা কামনা করেন আয়োজকমন্ডলীর কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.