Header Ads

এনকাউন্টারের কারণ জানালেন সাইবারাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : শুক্রবার হায়দরাবাদের ধর্ষণের ঘটনার জড়িত চার অভিযুক্তের মৃত্যু হয় পুলিশ এনকাউন্টারে। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর সাইবারাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানারকে অনেকে বলছেন 'আমাদের সিংহম'। এমনকী ঘটনাস্থলে পুলিশ কর্তাদের উপর স্থানীয় অনেকেই পুষ্প বৃষ্টি করেন। এনকাউন্টারের খবর ছড়িয়ে পড়ার পর অনেক জায়গায় বাজি ফাটানো ও মিষ্টি বিলি করা হয়।
শুক্রবার বিকেলে সাংবাদিক সন্মেলনে পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার এনকাউন্টার নিয়ে বিস্তারিত জানিয়েছেন। ২৭ নভেম্বর যে এলাকায় হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসককে যে এলাকায় ধর্ষণ করা হয়েছিল সেই এলাকায় চার অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। ১০ পুলিশকর্মী চারজনকে নিয়ে গিয়েছিলেন ঘটনাস্থলে।পুলিশের দাবি হঠাৎই তাঁদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেয় অভিযুক্তরা। পুলিশের তরফে বারবার সতর্ক করা হলেও শোনেনি অভিযুক্তরা। এমনকী পুলিশ আত্মসমর্পণ করার কথা বললেও কান দেয়নি তার। উল্টে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে পুলিশের দিকে। শুধু তাই নয় ইটও ছোঁড়ে তারা। সেই সময় আত্মরক্ষা করতে পুলিশ গুলি চালায়। এই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন। আহত পুলিশকর্মীরা হলেন ভেঙ্কটেশ্বর ও অরবিন্দ গৌর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র, মোবাইল, ঘড়ি ও পাওয়ার ব্যাঙ্ক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.